Kolkata: ঋতুমতী হওয়ায় শৌচাগারে যেতে বাধা উত্তর কলকাতার প্রেক্ষাগৃহে
আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস। ছবিতে, কলমে, গানে বার্তায় যারা নারীদের এগিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন প্রতি মুহূর্তে। তাতে রীতিমতো জল ঢেলে দেওয়ার মত আর এরই মাঝে এক খবরে লজ্জায় মুখ লুকোচ্ছে শহর। ঋতুমতী এক মহিলাকে শৌচাগার ব্যবহারে বাধা দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় উত্তর কলকাতার এক প্রেক্ষাগৃহে। গতকাল রাজারহাটের (Rajarhat) এক দম্পতি সিনেমা দেখতে আসেন হাতিবাগানের একটি প্রেক্ষাগৃহে। ভদ্রমহিলা সেই সময় ঋতুমতী ছিলেন।
কলকাতা, ৭ মার্চ: আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস। ছবিতে, কলমে, গানে বার্তায় যারা নারীদের এগিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন প্রতি মুহূর্তে। তাতে রীতিমতো জল ঢেলে দেওয়ার মত আর এরই মাঝে এক খবরে লজ্জায় মুখ লুকোচ্ছে শহর। ঋতুমতী এক মহিলাকে শৌচাগার ব্যবহারে বাধা দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় উত্তর কলকাতার এক প্রেক্ষাগৃহে। গতকাল রাজারহাটের (Rajarhat) এক দম্পতি সিনেমা দেখতে আসেন হাতিবাগানের একটি প্রেক্ষাগৃহে। ভদ্রমহিলা সেই সময় ঋতুমতী ছিলেন।
২৪ ঘণ্টার খবর অনুযায়ী, তাঁর অভিযোগ, সেই সময়ে প্রেক্ষাগৃহের শৌচাগার ব্যবহার করতে গেলে মহিলা অ্যাটেন্ড্যান্ট তাঁকে বাধা দেয়। তাঁকে বলা হয়, বাইরের কোনও শৌচাগার ব্যবহার করতে। সেই সময়ে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য মহিলারাও নাকি তাঁকে কটাক্ষ করতে থাকেন বলে অভিযোগ। দম্পতির অভিযোগ আজ সকালে অনেক টালবাহানার পর প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ নেয় পুলিশ।
আরও পড়ুন, ডুবতে বসা ইয়েস ব্যাঙ্ককে বাঁচাতে ৪৯% শেয়ার কিনবে এসবিআই
যদিও এ বিষয়ে কিছুই বলতে চাননি ওই মহিলা। তবে মিনারের ঘটনায় মহিলার স্বামীর জানিয়েছেন, পুলিশের হস্তক্ষেপে প্রেক্ষাগৃহের ম্যানেজার নিঃশর্তে ক্ষমা চেয়েছেন। তিনি আরও বলেন, এমন হেনস্থায় আমরা এই ঘটনায় লজ্জিত ও বিব্রত। আমার স্ত্রী মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন।"