Cyclone Asani: বাংলায় কি ঘূর্ণিঝড় 'অশনি'-র প্রভাব পড়বে? কী বলছে হাওয়া অফিস

ধেয়ে আসছে বছরের প্রথম ঘুর্ণিঝড় (Cyclone), তবে বাংলার দিকে নয়, আন্দামানের (Andaman and Nicobar Islands) দিকে। 'অশনি' (Cyclone Asani) নামের এই ঘুর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হবে। আবহাওয়া দফতর বলছে, ১৯ মার্চ দক্ষিণ আন্দামান সাগরে পৌঁছবে তৈরি হওয়া নিম্নচাপটি। ২০ মার্চ সকালের মধ্যে তা সুস্পষ্ট নিম্নচাপ হয়ে উঠবে। ২১ মার্চ সোমবার তা ঘূর্ণিঝড়ের আকার নিয়ে আছড়ে পড়বে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। তার পর তা অগ্রসর হবে বাংলাদেশ ও মায়ানমারের দিকে। শ্রীলঙ্কা এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে 'অশনি'।

Cyclone | Representational Image (Photo Credits: PTI)

কলকাতা, ১৮ মার্চ: ধেয়ে আসছে বছরের প্রথম ঘুর্ণিঝড় (Cyclone), তবে বাংলার দিকে নয়, আন্দামানের (Andaman and Nicobar Islands) দিকে। 'অশনি' (Cyclone Asani) নামের এই ঘুর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হবে। আবহাওয়া দফতর বলছে,  ১৯ মার্চ দক্ষিণ আন্দামান সাগরে পৌঁছবে তৈরি হওয়া নিম্নচাপটি। ২০ মার্চ সকালের মধ্যে তা সুস্পষ্ট নিম্নচাপ হয়ে উঠবে। ২১ মার্চ সোমবার তা ঘূর্ণিঝড়ের আকার নিয়ে আছড়ে পড়বে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। তার পর তা অগ্রসর হবে বাংলাদেশ ও মায়ানমারের  দিকে। শ্রীলঙ্কা এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে 'অশনি'।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ‘অশনি’-র কোনও খারাপ প্রভাব পড়ার সম্ভাবনা নেই। বরং পুরোমাত্রায় গরম পড়বে রাজ্যে। ভোর বা রাতের দিকে যে ঠান্ডার অনুভূতি টের পাওয়া যাচ্ছে, সেটাও মিলিয়ে যাবে। বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় দিনের বেলায় অস্বস্তি বাড়বে। বৃষ্টির এখনই কোনও সম্ভাবনা নেই। আরও পড়ুন: Dol Jatra 2022: রাজ্যবাসীকে দোলযাত্রার শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

'অশনি'-র কারণে মৎস্যজীবীদের বুধবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।



@endif