Lok Sabha Elections 2024: প্রিয়াঙ্কা কেন? সাহস থাকলে মোদীর বিরুদ্ধে আপনি দাঁড়ান, মমতাকে চ্যালেঞ্জ বিজেপি নেত্রীর

২০১৪ লোকসভা নির্বাচনে বারাণসী থেকেই মোদীর বিরুদ্ধে লড়েছিলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

আসন্ন লোকসভা নির্বাচনে বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে ইন্ডিয়া জোটের প্রার্থী হিসেবে দাঁড় করানোর প্রস্তাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইসুতে মমতাকে জোর কটাক্ষ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। আসানসোলের বিধায়িকা চ্যালেঞ্জের সুরে মমতাকে বললেন, অন্য কাউকে ঠেলছেন কেনো, সাহস থাকলে মোদীর বিরুদ্ধে আপনি লোকসভা ভোটে দাঁড়ান।

 প্রসঙ্গত, ২০১৪ লোকসভা নির্বাচনে বারাণসী থেকেই মোদীর বিরুদ্ধে লড়েছিলেন আপ প্রধান কেজরিওয়াল। বড়ো ব্যবধানে হারলেও, ভোটে ভালোই পেয়েছিলেন কেজরি। তবে ২০১৯ লোকসভা ভোটে মোদীর বিরুদ্ধে কোনো হেভিওয়েইটকে দাঁড় করাতে পারেননি বিরোধীরা। গতবার অনায়েসে বারানসি থেকে বড় ব্যবধানে জিতেছিলেন মোদী।

দেখুন খবরটি