IPL Auction 2025 Live

BSF: ''মহিলাদের তল্লাশির নামে শরীর স্পর্শ'', বিএসএফের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের উদয়ণ গুহর

তৃণমূল কংগ্রেস বিধায়কের ওই মন্তব্যের পর বিষয়টি নিয়ে মুখ খোলা হয় বিএসএফের তরফে। বিএসএফের এক আধিকারিক বলেন, সমস্ত নিয়ম মেনে বিএসএফ নিজেদের কাজ করে। এমনকী, সীমান্তে বিএসএফের মহিলা কর্মীরাও থাকেন। কোনও মহিলার তল্লাশি নিতে হলে, বাহিনীর মহিলা কর্মীরাই সেই কাজ করেন।

BSF (Photo Credit: Twitter)

কলকাতা, ১৬ নভেম্বর: বাংলা সীমান্ত বিএসএফের (BSF) এক্তিয়ার বাড়ানো নিয়ে জোর তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিএসএফের এক্রিয়ার বাড়ানোর প্রসঙ্গে মঙ্গলবার বিধানসভায় তুমুল হইচই শুরু হয় তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বিধায়কদের মধ্যে। তৃণমূল কংগ্রেসের উদয়ণ গুহ অভিযোগ করেন, মহিলারা যখন সীমান্ত পার করতে যান, সেই সময়  তল্লাশি চালানোর নামে বিএসএফ অস্বাভাবিক আচরণ করে। অসংলগ্নভাবে মহিলাদের শরীর স্পর্শ করা হয় বলে অভিযোগ করেন দিনহাটার বিধায়ক উদয়ণ গুহ। তিনি আরও অভিযোগ করেন, এসব করা সত্ত্বেও কোনও বিএসএফ জওয়ানের শাস্তি হয় না কারণ তাঁরা 'ভারত মাতা কী জয়' বলে বসেন সঙ্গে সঙ্গে। বিএসএফের প্রসঙ্গে উদয়ণ গুহর (Udayan Guha) ওই মন্তব্যের পর শোরগোল শুরু হয়ে যায়।

আরও পড়ুন: JP Nadda: 'নৈরাজ্য, দুর্নীতি, অরাজকতার মধ্যে দিয়ে কঠিন সময় কাটাচ্ছে বাংলা', অভিযোগ জে পি নাড্ডার

 

তৃণমূল কংগ্রেস (TMC) বিধায়কের ওই মন্তব্যের পর বিষয়টি নিয়ে মুখ খোলা হয় বিএসএফের তরফে। বিএসএফের এক আধিকারিক বলেন,  সমস্ত নিয়ম মেনে বিএসএফ নিজেদের কাজ করে। এমনকী, সীমান্তে বিএসএফের মহিলা কর্মীরাও থাকেন। কোনও মহিলার তল্লাশি নিতে হলে, বাহিনীর মহিলা কর্মীরাই সেই কাজ করেন। তাই মহিলাদের তল্লাশির নাম করে বিএসএফ তাঁদের শরীর স্পর্শ করে বলে যে অভিযোগ করা হয়, তা পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেন আধাসেনার ওই অধিকারিক।

 

এদিকে সীমান্তে বিএসএফের এক্রিয়ার বাড়ানো নিয়ে আজ তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহর সঙ্গে বিজেপি (BJP) বিধায়ক মিহির গোস্বামীর বাকবিতণ্ডা শুরু হয়। বাংলায় বিজেপির একটি পা ভেঙে দেওয়া হয়েছে, দ্বিতীয় পা-ও ভেঙে দেওয়া হবে বলে তোপ দাগতে দেখা যায় তৃমমূল কংগ্রেস বিধায়ক উদয়ণ গুহকে।