West Bengal Weather Update: আরও নামল তাপমাত্রার পারদ, জমিয়ে শীতের আমেজ উপভোগ রাজ্যবাসীর
আরও নামল তাপমাত্রার (Temperature) পারদ। রাজ্যবাসী শীতের (Winter 2021) আমেজ বেশ ভালোই পেতে শুরু করেছে। রাতের দিকে পারদ হু হু করে নামছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। জেলাগুলিতেও নেমেছে পারদ। আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বজায় থাকবে এই আবহাওয়া। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৫-১৭ ডিগ্রিতে নামতে পারে।
কলকাতা, ৭ নভেম্বর: আরও নামল তাপমাত্রার (Temperature) পারদ। রাজ্যবাসী শীতের (Winter 2021) আমেজ বেশ ভালোই পেতে শুরু করেছে। রাতের দিকে পারদ হু হু করে নামছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। জেলাগুলিতেও নেমেছে পারদ। আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বজায় থাকবে এই আবহাওয়া। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৫-১৭ ডিগ্রিতে নামতে পারে।
গত সপ্তাহে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল কালীপুজো (Kali Puja) থেকে ভাইফোঁটা (Bhai Phota) মনোরম থাকবে আবহাওয়া। সেই পূর্বাভাস মিলে গিয়েছে একেবারেই। আরও কয়েকদিন এই আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। দার্জিলিং, কালিম্পঙে দু এক পশলা বৃষ্টি হতে পারে। আরও পড়ুন: Bhai Phonta: রাজ্যবাসীকে ভাইফোঁটার শুভেচ্ছা জানালেন দিদি মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতাসহ বাকি জেলাগুলিতে ভোরের দিকে কুয়াশা বজায় থাকবে। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে।