West Bengal Weather Update: তাপমাত্রা বাড়িয়ে কমবে শীত, সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টিরও

শীতটা হালকা পড়ছিলই, এরই মাঝে বাধা হয়ে দাঁড়ালো নিম্নচাপ। সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টির। বেশকয়েকদিন ধরে যে শীত শীত ভাব অনুভব করা যাচ্ছিল। তবে শীত এখনও আসেনি। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাড়ে ১৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার, তাপমাত্রা ছিল ১৮.৩ ডিগ্রি। তবে আগামী ৪৮ ঘণ্টায় পারদ কিছুটা বাড়বে। মেঘলা আকাশের ফলে বাড়তে পারে অস্বস্তিও।

শীত (প্রতীকী ছবি: File Photo)

কলকাতা, ৯ নভেম্বর: শীতটা (Cold) হালকা পড়ছিলই, এরই মাঝে বাধা হয়ে দাঁড়ালো নিম্নচাপ। সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টির। বেশকয়েকদিন ধরে যে শীত শীত ভাব অনুভব করা যাচ্ছিল। তবে শীত এখনও আসেনি। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাড়ে ১৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার, তাপমাত্রা ছিল ১৮.৩ ডিগ্রি। তবে আগামী ৪৮ ঘণ্টায় পারদ কিছুটা বাড়বে। মেঘলা আকাশের ফলে বাড়তে পারে অস্বস্তিও।

জি ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বেশ ভালোই শীত অনুভূত হচ্ছে। পাহাড়ে শীত এসে পড়েছে ইতিমধ্যে। পুরুলিয়ায় পারদ নেমে গিয়েছে ১৫ ডিগ্রিতে। পশ্চিম বর্ধমানের পানাগড়ে এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি। এ দিন জলপাইগুড়িতে তাপমাত্রা ১৫ ডিগ্রি এবং কোচবিহারে ১৪.১ ডিগ্রি।উপকূলের দিঘায় সোমবার তাপমাত্রা রয়েছে ১৬.৯ ডিগ্রি। তুলনায় কিছুটা বেশি তাপমাত্রা উত্তরবঙ্গে। আরও পড়ুন, কুপওয়ারায় জঙ্গি অনুপ্রবেশ রুখতে গিয়ে শহিদ বিএসএফ কনস্টেবল ও ৩ সেনা; নিকেশ ৩ জঙ্গিও

অন্যদিকে, উত্তর সিকিম ঢেকে গিয়েছে বরফের চাদরে। এরপরে, উত্তরবঙ্গে শীতের দাপট ধীরে ধীরে বাড়লেও দক্ষিণবঙ্গে তা কমবে। কারণ বঙ্গোপসাগরের দিক থেকে আসা একটি দুর্বল নিম্নচাপ শীত আসার মুখে বাধা হয়ে দাঁড়াবে।



@endif