West Bengal Weather Update: বসন্তের শেষে ভিজছে বঙ্গ, আর কতদিন চলবে বৃষ্টি?
শনিবার থেকে বৃষ্টি উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গ জুড়ে। সারাদিন টিপ টিপ বৃষ্টি আর সন্ধ্যের দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।
কলকাতা, ২০ মার্চঃ বসন্তের শেষে ভিজছে বঙ্গ। চৈত্রের আবহাওয়ায় হঠাৎই বৃষ্টির আগমন। শনিবার থেকে বৃষ্টি উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গ জুড়ে। সারাদিন টিপ টিপ বৃষ্টি আর সন্ধ্যের দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। গ্রীষ্মের আগেই ঠাণ্ডা আমেজ ছড়িয়েছে পশ্চিমবঙ্গে। আর কতদিন চলছে বৃষ্টি? বঙ্গে কবে পড়বে গরম (West Bengal Weather Update)?
বঙ্গের বৃষ্টি প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ জানাচ্ছেন, আগামী ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে (West Bengal Rainfall)। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হবে কিছু জায়গায়। আকাশ মেঘলা থাকবে। তবে বেশ কিছু জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, দুই পরগণা সহ, পূর্ব মেদিনীপুরে ভালই বৃষ্টিপাত হবে। তবে মঙ্গল, বুধবার বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে। বৃহস্পতিবার থেকে কাটবে বৃষ্টি। পরিষ্কার হবে আকাশ। আবহাওয়ার উন্নতি ঘটবে বলেই অনুমান। বৃষ্টিপাতের কারণে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা কম থাকবে (West Bengal Weather Forecast)।
উত্তরবঙ্গে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে।