West Bengal Weather: পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে নিম্নচাপ, রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা

আবহাওয়া দফতরের কথা অনুযায়ী, কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, কলকাতায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

Rain, Representational Image (Photo Credit: File Photo)

কলকাতা, ১৮ অক্টোবর: কেরলের পর পশ্চিমবঙ্গ (West Bengal) এবং উত্তর ওড়িশা (Odisha) উপকূলে নতুন করে সৃষ্টি হয়েছে নিম্নচাপ। যার জেরে ১৮ থেকে ২০ অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

আবহাওয়া দফতরের (IMD) জারি করা সতর্কতা অনুযায়ী, ১৮ থেকে ২০ অক্টোবর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির (Rain) সতর্কতা জারি করা হয়েছে।

দেখুন কী জানাল আবহাওয়া দফতর...

 

আবহাওয়া দফতরের কথা অনুযায়ী, কলকাতা, উত্তর ২৪ পরগণা,  দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, কলকাতায় (Kolkata) কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শুধু তাই নয়, ১৯ এবং ২০ অক্টোবর উত্তরোত্তর বৃষ্টির পরিমাণ গোটা রাজ্য জুড়ে বৃদ্ধি পাবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন:  West Bengal Weather: কেরলে নিম্নচাপের জেরে দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে হালকা বৃষ্টিতে বাড়ছে গরম

ফলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। পাশাপাশি পুরনো বাড়ি থেকে প্রত্যেককে সরে যাওয়ার কথা বলা হয়েছে। বজ্রপাতের সময় যাতে প্রত্যেকে নিরাপদ স্থান আশ্রয় নেন, সেই সতর্কতাও জারি করা হয়েছে।