West Bengal Weather: দুর্গাপুজোর আগে রাজ্যের আবহাওয়ার অবনতি, নিম্নচাপের জেরে ভিজছে বাংলা
বাংলাদেশে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। নিম্নচাপটি বাংলাদেশ উপকূল অতিক্রম করে স্থলভাগে ঢুকেছে। যার জেরে ঝেপে বৃষ্টি নেমেছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়
West Bengal Weather: দুর্গাপুজোর আর একমাসও বাকি নেই। তারই মধ্যে নিম্নচাপের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্ত জুড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে খবর, বাংলাদেশে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। নিম্নচাপটি বাংলাদেশ উপকূল অতিক্রম করে স্থলভাগে ঢুকেছে। যার জেরে ঝেপে বৃষ্টি নেমেছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। শুক্রবার রাতভর ভারী বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ। শনিবারেও জারি থাকবে বৃষ্টি (Rain)।
আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, শনিবার কলকাতা সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। অধিক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় লাল সতর্কতা জারি করা হয়েছে। হুগলি, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কলকাতা এবং সংলগ্ন জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
নিম্নচাপের জেরে কলকাতার আকাশ শনিবার মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গে সর্বোচ্চ প্রয়া ৬৫ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হওয়া বইতে পারে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। তবে রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কমবে বৃষ্টি। তবে রবিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে রবিতেও ভারী বৃষ্টি হতে পারে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে হওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।