West Bengal Weather Forecast:সোম সকালেও আকাশের মুখভার, কেমন থাকবে আজকের আবহাওয়া? বিশ্বকর্মা পুজোতেও ভাসবে বঙ্গ?

ইতিমধ্যেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থানরত নিম্নচাপ ধীরে-ধীরে দিক পাল্টাতে শুরু করেছে। এই নিম্নচাপ এ বার ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগোবে। যত সেদিকে অগ্রসর হবে ততই শক্তি বিনাশ হবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।

Kolkata Rain (File Photo. Photo Credits: ANI)

কলকাতাঃ সোমবার সকালেও আকাশের(Sky) মুখভার। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপের কারণে টানা দু'দিন ধরে প্রবল বৃষ্টি(Heavy Rain) জেলায়-জেলায়। গতকাল, রবিবার(Sunday) ছুটির দিনে দিনভর বৃষ্টিতে প্রায় ঘরবন্দি বাঙালি। সোমবার, সপ্তাহের শুরুতে সেই বৃষ্টি মাথায় করেই অফিস(Office),স্কুল(School) যেতে হচ্ছে বাংলার মানুষকে। তবে আজ অর্থাৎ সোমবার থেকে বৃষ্টি কিছুটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় অতি গভীর নিম্নচাপটি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ রূপে ঝাড়খণ্ড ও উত্তর ছত্রিশগড় এলাকায় পৌঁছবে। ফলে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে বঙ্গে। ইতিমধ্যেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থানরত নিম্নচাপ ধীরে-ধীরে দিক পাল্টাতে শুরু করেছে। এই নিম্নচাপ এ বার ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগোবে। যত সেদিকে অগ্রসর হবে ততই শক্তি বিনাশ হবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। জানা গিয়েছে, ক্রমশ এই নিম্মচাপ ঝাড়খণ্ড ও উত্তর ছত্তিশগড়ের দিকে এগোচ্ছে। রবিবার, ১৫ সেপ্টেম্বর বিকেলের পর থেকে এই গভীর নিম্নচাপ শক্তিক্ষয় করে নিম্নচাপে পরিণতি হবে। কিন্তু আজ দিনভর আকাশে মেঘ থাকবে। এই অবস্থা চলবে কাল পর্যন্ত। আগামীকাল, ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। বাঙালির ঘুড়ি ওড়ানোর দিন বলে কথা। মেঘলা আকশে এ উৎসব কতটা জমবে তা নিয়ে বেশ চিন্তায় বাঙালি। তবে বৃষ্টি খানিকটা কমলেও আকাশ পরিস্কার হতে কালকের দিনটা পেরোবে বলেই সম্ভাবনা আবহাওয়া দফতরের।

কেমন থাকবে আজকের আবহাওয়া?