West Bengal DA Protest: কলকাতায় ক্রমশ তীব্র হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোর দাবিতে আন্দোলন
রবিবার আন্দোলনের ৩৮তম দিনে কলকাতার শহিদ মিনারে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে একজোট হয়ে এই দাবিতে বিক্ষোভ দেখাতে দেখা যায় রাজ্য সরকারি কর্মচারীদের। তাঁদের সঙ্গে ছিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরাও।
কলকাতা: যতদিন যাচ্ছে ততই যেন তীব্র হচ্ছে ডিএ (DA) বাড়ানোর দাবিতে কলকাতায় চলা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন (West Bengal State Govt Employees Movement)। রবিবার আন্দোলনের ৩৮তম দিনে কলকাতার (Kolkata) শহিদ মিনারে রাজ্যের তৃণমূল সরকারের (TMC government) বিরুদ্ধে একজোট হয়ে এই দাবিতে বিক্ষোভ দেখাতে দেখা যায় রাজ্য সরকারি কর্মচারীদের। তাঁদের সঙ্গে ছিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরাও (Anganwadi employees)।
আর তাঁদের এই আন্দোলেনর মঞ্চে গিয়ে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র ও আইনজীবী কৌস্তভ বাগচী (Kaustav Bagchi)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ শুক্রবার রাত তিনটে নাগাদ তাঁর বাড়িতে গিয়ে পৌঁছয় কলকাতা পুলিশের একটি দল। তারপর শনিবার সকাল আটটা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। কিন্তু, কিছুক্ষণ বাদে ওই কংগ্রেস নেতাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে তাঁকে জামিন দেন বিচারক। এরপর আদালতের বাইরে মাথার চুল কামিয়ে ন্যাড়া হয়ে যতদিন পর্যন্ত না রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করতে পারছেন ততদিন মাথায় চুল রাখবেন না বলে প্রতিজ্ঞা করেন কৌস্তভ।
আর তারপরই রবিবার সরকারি কর্মচারীদের আন্দোলনের মঞ্চ এসে কংগ্রেসের মুখপাত্র বলেন, "সরকারি কর্মচারীদের ডিএ আটকানোর ক্ষমতা কারও নেই। শোভনদেব চট্টোপাধ্যায় এদের খাওয়া-দাওয়া নিয়ে কথা বলছেন। কিন্তু, দিনের পর দিন আপনাদের নেতারা যে ঘুষ খাচ্ছেন তা নিয়ে তো একটা কথাও বলছেন না। আপনাদের নেতারা তো মানুষকে লুটেপুটে খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে গেছেন।"
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)