Panchayat Elections: "বাংলায় যদি হিংসা হয়, তাহলে মণিপুরে কি অমৃতকাল চলছে?"
বিজেপি শাসিত উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে হিংসায় সরকারী হিসেবে শতাধিক মানুষ মারা গিয়েছেন, নিখোঁজ হাজার হাজার মানুষ।
বাংলায় পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে সরব বিজেপি। পাল্টা তৃণমূলের বক্তব্য হল, তাহলে মণিপুরে কি অমৃতকাল চলছে? তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত বললেন,"বাংলায় হিংসা নিয়ে বিজেপি যা বলছে সবটাই পরিকল্পিত। ওরা যদি বলছে বাংলায় হিংসা চলছে, তাহলে মণিপুরে কি অমৃতকাল চলছে। ওদের দাবি বাংলা শুধু হিংসা চলছে, তৃণমূল মনোনয়ন জমা দিতে দিচ্ছে না। তাহলে কী করে বিজেপি, কংগ্রেস, সিপিআই (এম) দেড় লক্ষের বেশি মনোনয়ন জমা দিল, তৃণমূল জমা দিয়েছে ৮৫ হাজার মনোনয়ন। আসলে ওদের সব মিথ্যা ধরা পড়ে গিয়েছে। কেন্দ্রীয় বাহিনী, কেজিবি বা এমআই৬, যাই আনুক ওরা পঞ্চায়েত নির্বাচনে জিততে পারবে না। কারণ বাংলার মানুষ বিরোধীদের সঙ্গে নেই, মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে আছে।"প্রসঙ্গত, প্রায় দেড় মাস ধরে অগ্নিগর্ভ মণিপুর।
দেখুন ভিডিয়ো
বিজেপি শাসিত উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে হিংসায় সরকারী হিসেবে শতাধিক মানুষ মারা গিয়েছেন, নিখোঁজ হাজার হাজার মানুষ।