West Bengal: 'বাংলায় ভয়ের রাজনীতি তৈরি করতে চাইছে তৃণমূল', কংগ্রেস কর্মী খুনের ঘটনায় অভিযোগ অধীর চৌধুরী
বিরোধীদেরকে পরিকল্পনা করে ভয় দেখানো হচ্ছে, তারা শান্তুিপূর্ণভাবে মুর্শিদাবাদে ভোট চায় বলে দাবি অধীরের
পঞ্চায়েত ভোটের আগেই উত্তপ্ত মুর্শিদাবাদ। কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ মুর্শিদাবাদের খড়গ্রামে। যার জেরে উত্তপ্ত মুর্শিদাবাদ। তৃণমূল কংগ্রেসেকে দায়ী করে সুষ্ঠভাবে ভোট না করানোর অভিযোগ তুললেন অধীর রঞ্জন চৌধুরী।
তিনি জানান, "আমাদের আশাঙ্কা সত্যি হচ্ছে। বাংলার শাসকদল শাসন ব্যবস্থার মাধ্যমে রাজ্যে আতঙ্কের বাতাবরণ তৈরি করতে চাইছেন, বিরোধীদেরকে পরিকল্পনা করে ভয় দেখানো হচ্ছে, তারা শান্তুিপূর্ণভাবে মুর্শিদাবাদে ভোট চায়না"।
খড়গ্রামে ১ কংগ্রেস কর্মীকে খুনের ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী জানান, 'খড়গ্রাম প্রশাসনের মদতে অভিযুক্ত হামলা চালিয়েছে, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব।তৃমমূল ব্যালটের নির্বাচন চাই, না বুলেটের নির্বাচন চাই?আমরা তৃণমূল কংগ্রেসকে রক্তের রাজনীতি করতে দেব না '।
রাজ্যে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের দাবিতে এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। জুলাই মাসের ৮ তারিখে পঞ্চায়েতের দিনক্ষন স্থির করা হয়েছে। সেই উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন জায়গাতে শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার পর্ব। তবে মনোনয়ন জমা দেওয়ার দিন থেকেই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা দেখা গেছে।