West Bengal Municipal Elections 2022 Results: দেবের ঘাটালে বিরোধীরা নিশ্চিহ্ন, হিরণ জিতলেও দিলীপ ঘোষের খড়্গপুরে বিজেপি তৃতীয়

পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের বিজয়রথে চাপা পড়ল বিরোধীরা। চন্দ্রকোণা, ঘাটাল, রামজীবনপুর পুরসভায় তৃণমূল সব আসনে জিতে পুরবোর্ড গড়ছে।

Dilip Ghosh (Photo Credit: ANI)

কলকাতা, ২ মার্চ: পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের বিজয়রথে চাপা পড়ল বিরোধীরা। চন্দ্রকোণা, ঘাটাল, রামজীবনপুর পুরসভায় তৃণমূল সব আসনে জিতে পুরবোর্ড গড়ছে। জেলায় ভোট হওয়া বাকি তিনটি পুরসভাতেও তৃণমূল বড় জয় পেয়েছে। ঘাটালে অবশ্য ২০১৫ পুরভোটেও তৃণমূল সব কটি ওয়ার্ডে জিতেছিল। দিলীপ ঘোষের খড়্গপুর পুরসভায় কংগ্রেসের পিছনে বিজেপি তৃতীয় স্থানে থাকল। খড়্গপুরে ৩৫টি আসনের মধ্যে ২১টি-তে জিতে বোর্ড গড়ছে তৃণমূল। সেখানে দ্বিতীয় স্থানে কংগ্রেস পেল ৬টি আসন, বিজেপি পেয়েছে ৫টি, বামেরা জিতেছে ১টি আসনে।

খড়গপুরে সবুজ ঝড়ের মাঝে বিজেপি প্রার্থী হয়ে জিতলেন বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। ৩৩ নম্বর ওয়ার্ড থেকে দাঁড়িয়ে জিতলেন বিজেপি-র তারকা প্রার্থী হিরণ। পশ্চিম মেদিনীপুরে খড়্গপুর ছাড়া বিজেপি একমাত্র খড়ার পুরসভায় আসন জিতেছে। আরও পড়ুন: রাজ্যের ১০৮টি পুরসভার মধ্যে তৃণণূল জিতল ১০২টিতে

মেদিনীপুর পুরসভায় ২৫টি আসনের মধ্যে ২২টি-তে জিতেছে তৃণমূল, ১টি করে জিতেছে বাম-কংগ্রেস, ১টি-তে জয় পেয়েছেন নির্দল প্রার্থী। ক্ষীরপাই পুরসভায় ১০টি ওয়ার্ডের মধ্যে ৯টি-তে জিতেছে তৃণমূল, আর একটিতে নির্দল প্রার্থী। এদিকে, ঝাড়গ্রাম পুরসভায় ১৮টি ওয়ার্ডের মধ্যে ১৬টি-তে জিতল তৃণমূল, ১টি বাম প্রার্থী, ১টি-তে জয় নির্দল। পূর্ব মেদিনীপুরের কাঁথি, তমলুক পুরসভায় অনায়াসে জিতল তৃণমূল। এগরায় ১৪টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জিতল ৭টি-তে, বিজেপি ৫টিতে, নির্দল জয়ী ২টিতে।