West Bengal Municipal Elections 2022 Result: অর্জুন সিংয়ের গড় ভেঙে চুরমার, ভাটপাড়ায় ৩৪-এ ৩৪ তৃণমূল
: ভাটপাড়ায় অর্জুন সিংয়ের গড় ভেঙে চুরমার। ভাটপাড়ায় ৩৫টি ওয়ার্ডের মধ্যে ৩৪টি-তে ভোট হয়েছিল। ৩৪টি ওয়ার্ডেই হয় জিতে গিয়েছে বা এগিয়ে আছে তৃণমূল। ২০১৫ সালে যখন ভাটপাড়া পুরসভায় শেষবার ভোট হয়েছিল, তখনও অর্জুন সিং ভাল মতেই তৃণমূলের জিতেছিলেন।
কলকাতা, ২ মার্চ: ভাটপাড়ায় অর্জুন সিংয়ের গড় ভেঙে চুরমার। ভাটপাড়ায় ৩৫টি ওয়ার্ডের মধ্যে ৩৪টি-তে ভোট হয়েছিল। ৩৪টি ওয়ার্ডেই হয় জিতে গিয়েছে বা এগিয়ে আছে তৃণমূল। ২০১৫ সালে যখন ভাটপাড়া পুরসভায় শেষবার ভোট হয়েছিল, তখনও অর্জুন সিং ভাল মতেই তৃণমূলের জিতেছিলেন। সেই পুরভোটে অর্জুনের নেতৃত্বে লড়ে তৃণমূল ভাটপাড়ায় জিতেছিল ৩৩টি ওয়ার্ডে, ১টি-তে জিতেছিল বামফ্রন্ট, ১টি-তে কংগ্রেস। কিন্তু এবার অর্জুন সিং বিজেপিতে যাওয়ার পর প্রথম পুরভোটে পুরো খালি হাতে ভাটপাড়া থেকে ফিরল বিজেপি।
অর্জুন গড়ে জয়ের পর ভাটপাড়ায় সবুজ আবীরে আনন্দে মেতেছে তৃণমূল সমর্থকরা। সুনীল সিং সহ পরিবারের সদস্যরা ভোটের আগে তার হাত ছাড়ার পর অর্জুন হতাশ ছিলেন, এবার ভাটপড়া পুরসভা হাতছাড়া হওয়ায় নিশ্চিত করেই ব্যারাকপুরের সাংসদকে ধাক্কা দেবে। যদিও ভাটপাড়ায় মুছে যাওয়ার পিছনে তৃণমূলের সন্ত্রাসকেই দায়ি করছেন অর্জুন। আরও পড়ুন: রাজ্যের ১০৭টি পুরসভার মধ্যে ৯৩টি দখলে নিল তৃণমূল
২০১৯ লোকসভায় দীনেশ ত্রিবেদী ও বিধানসভা উপনির্বাচনে মদন মিত্রকে হারিয়ে জয়, ২০২১ বিধানসভা নির্বাচনেও কড়া টক্করের পর তৃণমূলকে হারিয়ে নিজের গড় ধরে রেখেছিলেন অর্জুন সিং। এমনকী ২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূল সর্বশক্তি দিয়ে ঝাঁপানোর পরেও অর্জুন সিং তাঁর ছেলে পবন সিংকে জিতিয়ে এনেছিলেন। মতুয়া গড় ছাড়া ভাটপাড়াতেই উত্তর ২৪ পরগণায় একমাত্র জিতেছিল বিজেপি। কিন্তু এবার পুরভোটে ভেঙে পড়ল অর্জুন দুর্গ।
উত্তর ২৪ পরগণার ব্যারাকপুর, বসিরহাট, হাবরা, কামারহাটি, খড়দহ পুরসভাতেও সব কটা ওয়ার্ডে জিতেছে তৃণমূল। অশোকনগর-কল্যাণগড় পুরসভায় জয়ী তৃণমূল কংগ্রেস।