West Bengal Madhyamik Exam 2020: মঙ্গলবার থেকে শুরু মাধ্যমিক, তারস্বরে মাইকিং, গান-বাজনা ঠেকাতে হোয়াটসঅ্যাপ করুন কলকাতা পুলিশকে
আগামী মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2020), শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। মাধ্যমিক পরীক্ষার সময় তারস্বরে মাইকিং, উচ্চস্বরে গানবাজনা অন্যতম সমস্যার কারণ হয়ে দাঁড়ায় পরীক্ষার্থীদের জন্য। প্রস্তুতিও সমস্যায় পড়তে হয় তাদের। তাই কয়েক বছর ধরেই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে একাধিক ব্যবস্থা নিয়েছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। এবছর পর্ষদর পাশাপাশি তৎপর কলকাতা পুলিশ (kolkata police)। মাইকিং বা উচ্চস্বরে গান ইত্যাদির মতো যে কোনও সমস্যায় ফোন করা বা হোয়াটসঅ্যাপ করা যেতে পারে কলকাতা পুলিশের দেওয়া ৪টি নম্বরে। কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা (Anuj Sharma) নিজের ফেসবুক পেজে নম্বরগুলি দিয়ে একটি পোস্ট করেছেন।
কলকাতা, ১৫ ফেব্রুয়ারি: আগামী মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2020), শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। মাধ্যমিক পরীক্ষার সময় তারস্বরে মাইকিং, উচ্চস্বরে গানবাজনা অন্যতম সমস্যার কারণ হয়ে দাঁড়ায় পরীক্ষার্থীদের জন্য। প্রস্তুতিও সমস্যায় পড়তে হয় তাদের। তাই কয়েক বছর ধরেই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে একাধিক ব্যবস্থা নিয়েছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। এবছর পর্ষদর পাশাপাশি তৎপর কলকাতা পুলিশ (kolkata police)। মাইকিং বা উচ্চস্বরে গান ইত্যাদির মতো যে কোনও সমস্যায় ফোন করা বা হোয়াটসঅ্যাপ করা যেতে পারে কলকাতা পুলিশের দেওয়া ৪টি নম্বরে। কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা (Anuj Sharma) নিজের ফেসবুক পেজে নম্বরগুলি দিয়ে একটি পোস্ট করেছেন।
তাতে লিখছেন, ১০০ নম্বরে ফোন করার জন্য। তারস্বরে গান-বাজনা, মাইকিংসহ যে কোনও সমস্যায় পরীক্ষার্থীরা ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারে নিম্নলিখিত নম্বরে। নম্বরগুলি হল, ৯৪৩২৬১০৪৪৩, ৯৪৩২৬১০৪৪৬, ৯৮৭৪৯০৩৪৬৫, ৯৪৩২৬২৪৩৬৫। এছাড়াও ইতিমধ্যেই চালু হয়েছে পর্ষদের হেল্পলাইন নম্বরও। পরীক্ষার্থীদের শুভেচ্ছাও জানিয়েছেন অনুজ শর্মা। আরও পড়ুন: Kolkata: 'তোমার ধর্ষণ হবে', বিধানসভায় সিপিএম বিধায়ক জাহানারা খানকে বললেন তৃণমূল বিধায়ক নার্গিস বেগম
ইতিমধ্যেই চালু হয়েছে মাধ্যমিক পরীক্ষার হেল্পলাইন। খোলা থাকবে আগামী ২৭ ফেব্রুয়ারি অর্থাৎ পরীক্ষার শেষ দিন পর্যন্ত। পরীক্ষার সংক্রান্ত যে কোনও খুঁটিনাটি জানার পাশাপাশি এবং পরীক্ষার কোনও সমস্যার কথাও জানানো যাবে এই দুটি হেল্পলাইন নম্বরে। নম্বরটি হল ০৩৩-২৩৫৯-২২৬৪ এবং ০৩৩-২৩৫৯-২২৭৪, এছাড়াও ইমেল করতে পারেন এই ঠিকানায় madhyamik.pariksh@gmail.com। কন্ট্রোলরুম খোলা থাকবে সকাল থেকে রাত পর্যন্ত।