Suvendu Adhikari Attack TMC: 'মিথ্যা বিবৃতি ও কেন্দ্রীয় প্রকল্প চুরি ছাড়া কিছুই করেনি তৃণমূল', ভিডিয়োতে শুনুন শাসকদলকে আক্রমণ করে কী বললেন শুভেন্দু
নিজেদের শাসনকালে মিথ্যা বিবৃতি দেওয়া ও কেন্দ্রীয় সরকারের প্রকল্প চুরি করা ছাড়া আর কিছুই করেনি তৃণমূল কংগ্রেস।
কলকাতা: নিজেদের শাসনকালে মিথ্যা বিবৃতি (false statements) দেওয়া ও কেন্দ্রীয় সরকারের প্রকল্প (central government schemes) চুরি (steal) করা ছাড়া আর কিছুই করেনি তৃণমূল কংগ্রেস (TMC)। বৃহস্পতিবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগই করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (West Bengal LoP & BJP MLA Suvendu Adhikari)।
এপ্রসঙ্গে তিনি বলেন, "বাংলায় চাকরি (jobs), শিল্প (industries) ও ব্যবসার উপযোগী পরিবেশ (business-friendly environment) নেই। গত ১২ বছরে এই রাজ্যে কোনও নতুন বিমানবন্দর (new airport), সমুদ্র বন্দর (seaport) এবং রেলওয়ে করিডর (railway corridor) তৈরি হয়নি। তৃণমূলের অভ্যাস হল মিথ্যা বিবৃতি (habit) দেওয়া ও কেন্দ্রীয় সরকারের প্রকল্প চুরি করা।" আরও পড়ুন: Calcutta High Court: নিজের গয়না নিয়ে স্বামীর ঘর ছাড়লে, স্ত্রীকে প্রতারিত বলা যাবে না, বলল আদালত
দেখুন ভিডিয়ো: