WB Train Cancellation Update: ২৬ মার্চ হাওড়া-বর্ধমান শাখায় একাধিক ট্রেন বাতিল, দেখে নিন তালিকা
হাওড়া-বর্ধমান শাখার রেল লাইন রক্ষণাবেক্ষণের কাজ ১৬ মার্চের বদলে ২৬ মার্চ পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নতুন একটি বিজ্ঞপ্তি জারি করে সিদ্ধান্ত বদলের ঘোষণা করেছেন রেল কর্তৃপক্ষ।
কলকাতা, ১৫ মার্চঃ ফের একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া শাখায়। রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, হাওড়া-বর্ধমান শাখায় একগুচ্ছ ট্রেন বাতিল করা হচ্ছে। পূর্বে জানানো হয়েছিল ১৬ তারিখ রেল লাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্যে হাওড়া-বর্ধমান শাখার একাধিক ট্রেন বাতিল থাকবে। কিন্তু সেই তারিখ পরিবর্তন হয়েছে।
হাওড়া-বর্ধমান শাখার রেল লাইন রক্ষণাবেক্ষণের কাজ ১৬ মার্চের বদলে ২৬ মার্চ পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নতুন একটি বিজ্ঞপ্তি জারি করে সিদ্ধান্ত বদলের ঘোষণা করেছেন রেল কর্তৃপক্ষ। ফলে ১৬ মার্চ স্বাভাবিক ভাবেই ট্রেন চলবে। বদলে ২৬ মার্চ বাতিল থাকবে বহু ট্রেন।
হাওড়া-বর্ধমান শাখায় ২৬ মার্চ কোন কোন ট্রেন বাতিল থাকতে চলেছে? দেখে নিন...
বাতিল হওয়ার ট্রেনের তালিকায় থাকছে 36836 এবং 36840 ডউন বর্ধমান-হাওড়া লোকাল। বাতিল থাকছে 36086 ডাউন মশাগ্রাম-হাওড়া লোকাল। আরও বাতিল থাকছে আপ 36825, 36829 এবং 36085 হাওড়া-বর্ধমান লোকাল।
লোকাল ট্রেন বাতিল হওয়ার ফলে ভোগান্তিতে পড়তে হয় নিত্যযাত্রীদের। তবে রবিবার ছুটির দিন হওয়ার দরুন সপ্তাহের বাকি দিনের তুলনায় এদিন অফিসযাত্রী কিংবা স্কুল, কলেজযাত্রীদের ভিড় কম থাকে। তাই ট্রেন বাতিলের কারণে কিছুটা হলেও স্বস্তিতে তাঁরা।