West Bengal: সাতটা নয়, রাত দশটা পর্যন্ত চলবে লোকাল ট্রেন, নয়া নির্দেশ রাজ্যের
পশ্চিমবঙ্গে কর্মাগত বাড়ছে করোনা সংক্রমণ। ২৫ ডিসেম্বরের পর থেকে লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ। যার মধ্যে শহর কলকাতা সংক্রমিতর সংখ্যা সবচেয়ে বেশি। কোভিড সংক্রমণে লাগাম পরাতে কড়া বিধিনিষেধ চালু করা হয় রাজ্য সরকারের তরফে।
কলকাতা, ৩ জানুয়ারি: রাত ১০টা পর্যন্ত চলবে লোকাল ট্রেন (Local Train)। সোমবার ফের রাজ্য সরকারের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে, রাত ১০টা পর্যন্ত লোকাল ট্রেন। গোটা দেশের সঙ্গে পাল্লা দিয়ে করোনা সংক্রমণ বাড়ছে পশ্চিমবঙ্গেও। তার জেরে কড়া বিধিনিষেধ চালু করা হয় রাজ্য সরকারের তরফে। সেখানেই জানানো হয়, সন্ধে ৭টা পর্যন্ত লোকাল ট্রেন চলবে। যা নিয়ে রাজ্যবাসীর মধ্যে জোর চর্চা শুরু হয়। এরপরই সোমবার আরও একটি নির্দেশিকা প্রকাশ করা হয় রাজ্যের তরফে। সেখানেই জানানো হয়, রাত ১০টা পর্যন্ত লোকাল ট্রেন চলবে। অর্থাৎ শিয়ালদহ, হাওড়ার পাশাপাশি যে কোনও প্রান্তিক স্টেশন থেকে শেষ লোকাল ট্রেন ছাড়বে রাত ১০টায়। রাজ্য সরকারের নয়া নির্দেশিকার জেরে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি কেটে গেল বলে মনে করা হচ্ছে বিভিন্ন মহলের তরফে।
পশ্চিমবঙ্গে (West Bengal) ক্রমাগত বাড়ছে করোনা (Coronavirus) সংক্রমণ। ২৫ ডিসেম্বরের পর থেকে লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ। যার মধ্যে শহর কলকাতা সংক্রমিতর সংখ্যা সবচেয়ে বেশি। কোভিড (COVID 19) সংক্রমণে লাগাম পরাতে কড়া বিধিনিষেধ চালু করা হয় রাজ্য সরকারের তরফে।
আরও পড়ুন: Omicron: দিল্লিতে ভয়ঙ্করভাবে বাড়ছে ওমিক্রন, ৮৪%-এর শরীরে করোনার নয়া ভ্যারিয়েন্টের সংক্রমণ
রাজ্যের মুখ্যসচিবের তরফে জানানো হয়, করোনার বাড়বাড়ন্তের জেরে ৩ জানুয়ারি থেকে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ। সেই সঙ্গে শপিং মল, দোকান বাজার সব জায়গায় ৫০ শতাংশ মানুষ প্রবেশ করতে পারবেন। তবে বন্ধ থাকবে সুইমিং পুল, বিনোদন পার্ক, স্পা, জিম, বিউটি পার্লারও।