West Bengal: করোনা আতঙ্ক কাটিয়ে বুধবার থেকে রাজ্যে খুলছে প্রাথমিক স্কুল

সম্প্রতি নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানে প্রাথমিক স্কুল খোলার বিষয়ে প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি জানান, ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে প্রাথমিক স্কুল খোলা যায় কি না, সে বিষয়ে আলোচনা চলছে।

School. (Photo Credit: ANI)

কলকাতা, ১৪ ফেব্রুয়ারি:  এবার খুলছে প্রাথমিক স্কুল (Primary School)। বুধবার থেকে রাজ্যে খুলছে সমস্ত প্রাথমিক স্কুল। এমনই ঘোষণা করা হয় রাজ্য সরকারের তরফে। প্রাথমিকের পাশাপাশি উচ্চ প্রাথমিক স্কুলও আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে খুলছে বলে জানানো হয়।

সম্প্রতি নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানে প্রাথমিক স্কুল খোলার বিষয়ে প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  সেখানে তিনি জানান, ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে প্রাথমিক স্কুল খোলা যায় কি না, সে বিষয়ে আলোচনা চলছে।  এ বিষয়ে রাজ্যের প্রাথমিক স্কুল কর্তৃপক্ষগুলির সঙ্গে কথা চলছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:  Valentine’s Day 2022: ভ্যালেন্টাইনস ডে-তে ভালবাসায় ভেসে গেলেন ক্যাটরিনা-ভিকি

তবে প্রাথমিক স্কুল খুললেও, সেখানে রোটেশন অনুযায়ী ক্লাস হবে বলে জানান মুখ্যমন্ত্রী।  অর্থাৎ যে পড়ুয়ারা সোমবার স্কুলে (School) যাবে, তারা মঙ্গলবার বাড়িতে থাকবে।  যারা মঙ্গলবার স্কুলে যাবে, তারা বুধবার বাড়িতে থাকবে।  এভাবেই রোটেশন অনুযায়ী প্রাথমিক স্কুল খোলার বিষয়ে আলোচনা চলছে বলে নেতাজি ইন্ডোর থেকে জানান মুখ্যমন্ত্রী।  সেই অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে প্রাথমিক স্কুলে খোলা হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



@endif