Jagdeep Dhankar: অর্জুনের তিরে ছিল পরমাণু অস্ত্র, একি বললেন রাজ্যপাল জগদীপ ধনখর?
বিজ্ঞান নিয়ে ছেলেখেলা করা গেরুয়া শিবিরের দৈন্দিন কাজ হয়ে গিয়েছে, তা বলাই বাহুল্য। কেউ মহাভারতের সময় ইন্টারনেট দেখতে পান, কেউ বা গরুর দুধে সোনা খুঁজে পান। এবার অর্জুনের তিরে পরমাণু অস্ত্রের (nuclear power) সন্ধান পেলেন রাজ্যপাল জগদীপ ধনখর (Jagdeep Dhankar)। ইঞ্জিনিয়ারিং ফেয়ারের অনুষ্ঠান পরিদর্শনে গিয়ে এহেন তত্ত্ব খাড়া করে বিজ্ঞানীদের চমকে দিলেন তিনি। পদাধিকার বলে এখন রাজ্যপাল হলেও জগদীপ ধনখড় আসলে তো বিজেপিরই অংশ ছিলেন, তাই এমন অভিমত আশ্চর্যের নয়। এর আগে প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, মেঘলা আকাশে পাক র্যাডার কাজ করবে না।
কলকাতা, ১৫ জানুয়ারি: বিজ্ঞান নিয়ে ছেলেখেলা করা গেরুয়া শিবিরের দৈন্দিন কাজ হয়ে গিয়েছে, তা বলাই বাহুল্য। কেউ মহাভারতের সময় ইন্টারনেট দেখতে পান, কেউ বা গরুর দুধে সোনা খুঁজে পান। এবার অর্জুনের তিরে পরমাণু অস্ত্রের (nuclear power) সন্ধান পেলেন রাজ্যপাল জগদীপ ধনখর (Jagdeep Dhankar)। ইঞ্জিনিয়ারিং ফেয়ারের অনুষ্ঠান পরিদর্শনে গিয়ে এহেন তত্ত্ব খাড়া করে বিজ্ঞানীদের চমকে দিলেন তিনি। পদাধিকার বলে এখন রাজ্যপাল হলেও জগদীপ ধনখড় আসলে তো বিজেপিরই অংশ ছিলেন, তাই এমন অভিমত আশ্চর্যের নয়। এর আগে প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, মেঘলা আকাশে পাক র্যাডার কাজ করবে না। বালাকোট এয়ার স্ট্রাইকের আগে তাঁর এমনই পরামর্শে নাকি সুফল পেয়েছিল বায়ুসেনা।
এখানেই শেষ নয়, নরেন্দ্র মোদির অন্য আরেক বক্তব্য নিয়েও সোশ্যাল মিডিয়ার হাসি-তামাশা। তিনি দাবি করেছিলেন, ১৯৮৮ সালে ই-মেল ও ডিজিটাল ক্যামেরা ব্যবহার করেছেন। সেই ক্যামেরায় তিনি বিজেপির প্রবীণ নেতা এল কে আডবাণীর ছবি তুলে ই-মেল করেও পাঠিয়েছিলেন। এমন সময়ের কথা প্রধানমন্ত্রী উল্লেখ করেছিলেন যখন ভারতে ই-মেল তো দূর ডিজিটাল ক্যামেরাও আসেনি। তাই তাঁর বক্তব্যের সারবত্তা শূন্যতেই শেষ হয়ে যায়। তালিকায় রয়েছেন বিপ্লব দেবও। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছিলেন, মহাভারতের যুগে ইন্টারনেট ব্যবহৃত হয়েছে। অর্থনীতির বেহাল দশা নিয়ে মন্তব্য করতে গিয়ে পীযূষ গোয়েল বলেন, 'আইনস্টাইনের মাধ্যাকর্ষণ আবিষ্কারে অঙ্ক কোনও কাজে আসেনি।' দ্বিতীয়বার ক্ষমতায় আসার আগে থেকেই দেশের অর্থনীতি পাঁচ ট্রিলিয়নে ছোঁয়ার স্বপ্ন দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে জিডিপির ধসে প্রাণ যায় যায় অবস্থা। আরও পড়ুন-Dilip Ghosh: ‘ক্ষমতায় এলে সরকারি সম্পত্তি ধ্বংসকারীদের গুলি করব জেলে পাঠাবো’, হুমকি দিলীপ ঘোষের
এবার সেই পথে হেঁটে ফের গেরুয়া বাহিনীর একতাকে বজায় রাখলেন রাজ্যপাল জগদীপ ধনখর। তিনি বললেন, “বিংশ শতাব্দী নয়, রামায়ণে প্রথম উড়ন্তযানের ব্যবহার হয়েছে।” তাছাড়া অর্জুনের তিরে ছিল পরমাণু অস্ত্র। এসব শুনে বিজ্ঞানীদের মাথায় হাত, মুখে কারও কথা ফুটছে না।