Guidelines For Domestic Air Travel: রাজ্যে আন্তঃরাজ্য বিমান পরিষেবা চালু হচ্ছে ২৮ মে, জারি হল সরকারি নির্দেশিকা

রাজ্যে আন্তঃরাজ্য বিমান পরিষেবা চালু হবে ২৮ মে। তার আগে কলকাতা বিমানবন্দরের পুরানো টার্মিনালে তৈরি করা হয়েছে কোয়ারেন্টিন সেন্টার। বিমানবন্দরের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়। সমস্ত যাত্রী বিমানবন্দরে আসার সময় স্ব-ঘোষিত একটি ফর্ম জমা দিতে হবে এবং ১৪ দিনের জন্য নিজেদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে পর্যবেক্ষণ করতে।

প্রতীকী ছবি(Photo Credit: ANI)

কলকাতা, ২৬ মে: রাজ্যে আন্তঃরাজ্য বিমান পরিষেবা চালু হবে ২৮ মে। তার আগে কলকাতা বিমানবন্দরের (Kolkata Airport) পুরানো টার্মিনালে তৈরি করা হয়েছে কোয়ারেন্টিন সেন্টার। রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশিকা (Guidelines) জারি করা হয়। সমস্ত যাত্রীদের বিমানবন্দরে আসার সময় স্ব-ঘোষিত একটি ফর্ম জমা দিতে হবে এবং ১৪ দিনের জন্য নিজেদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে।

নির্দেশিকা অনুযায়ী আর যা যা করণীয়-

এছাড়াও, স্ব-ঘোষিত একটি ফর্ম জমা দেওয়ার কথা বলা হয়েছে। অন্যান্য রাজ্যগুলিতে ২৫ মে থেকেই আন্তঃরাজ্য বিমান পরিষেবা চালু হয়ে গেছে। আম্ফান বিপর্যয়ের কারণে পশ্চিমবঙ্গে বিমান চালাতে বিলম্ব হয়। তবে ২৮ মে থেকে যাত্রা শুরু করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।