Buddhadeb Bhattacharjee's Daughter Suchetana Bhattacharjee: জীবনে পেয়েছেন প্রিয় মানুষকে, লিঙ্গ বদলে সুচেতনা থেকে সুচেতন হওয়ার প্রস্তুতি বুদ্ধদেব-কন্যার
লিঙ্গ বদলে সুচেতনা থেকে সুচেতন হতে চান। এবার এমনই সাহসী সিদ্ধান্ত নিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কন্যা। মঙ্গলবার একটি ফেসবুক পোস্ট প্রকাশ্যে আসে। যেখানে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য়ের তনয়া সুচেতনাকে নিয়ে পোস্ট করা হয়। 'সুচেতনা থেকে আজ সে সুচেতন', এভাবেই শুরু হয় ওই পোস্টটি। সুপ্রভা রায় নামে ওই মহিলার পোস্ট থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী তনয়া সুচেতনার লিঙ্গ বদলের সিদ্ধান্ত এবং সাহসের বিষয়টি জানা যায়। শুধু তাই নয়, লিঙ্গ বদলে সুচেতনা থেকে সুচেতন হতে চাওয়া প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান তাঁর নিজের পচন্দের সুচন্দাকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন বলেও জানা যায়।