Mamata Attacks BJP On BBC Issue: সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে, BBC ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

বুধবার এপ্রসঙ্গে কথা বলতে গিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Photo Credits: ANI

কলকাতা: গুজরাট দাঙ্গার সময় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশ করেছে বিবিসি (BBC)। তারপর থেকেই তাদের সঙ্গে যেন রেষারেষি শুরু হয়েছে ভারতের ক্ষমতাসীন দলের। সরকারের তরফে ওই তথ্যচিত্রের প্রদর্শন ভারতে করার উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। তারপরও বিভিন্ন জায়গায় তথ্যচিত্রটি প্রদর্শিত হয়। এরপরই মুম্বই ও দিল্লিতে থাকা বিবিসি ইন্ডিয়ার (BBC India) অফিসে গতকাল হানা দেয় আয়কর দপ্তরের ( Income-tax survey) আধিকারিকরা। এখনও পর্যন্ত কী কারণে এই হানা দেওয়া হল তার পরিষ্কার কারণও জানানো হয়নি।

এদিকে এই ঘটনার পরেই কেন্দ্রীয় সরকার ও দেশের শাসকদল বিজেপির সমালোচনায় মুখর হয়েছে কংগ্রেস (Congress)-সহ সমস্ত বিরোধী দল। বিভিন্ন সমাজসেবী সংগঠনের তরফেও আয়কর হানার পিছনে দুরভিসন্ধি আছে বলে অভিযোগ করা হয়েছে। বুধবার এপ্রসঙ্গে কথা বলতে গিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM Mamata Banerjee )।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, "এটা খুবই দুর্ভাগ্যজনক (unfortunate)। বিজেপি (BJP) শাসিত সরকার রাজনৈতিক প্রতিহিংসার (political vendetta) মনোভাব নিয়ে চলছে। এর ফলে শুধু সংবাদমাধ্যমের স্বাধীনতার (freedom of the press) উপর প্রভাব পড়ছে না, দেশে কোনও নিরপেক্ষ সংবাদমাধ্যমকেও (Media) টিকতে দেওয়া হচ্ছে না। সংবাদমাধ্যম পুরোপুরি ওদের দ্বারা নিয়ন্ত্রিত (controlled) হচ্ছে। এভাবেই কন্ঠরোধ (voice) করা হচ্ছে সংবাদমাধ্যমের।



@endif