IPL Auction 2025 Live

Mamata Banerjee: নিজেদের ইচ্ছামতো যা খুশি করছে বিজেপি, জি২০ লোগো বিতর্কে তীব্র আক্রমণ মমতার

আগামী সাত তারিখ নয়াদিল্লিতে তৃণমূল কংগ্রেসের সাংসদদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। পাশাপাশি একটি বৈঠকে তাঁর সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। কিন্তু, তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর একান্তে কোনও বৈঠক হবে না বলে সোমবার স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় (Photo Credits: ANI/ Twitter)

কলকাতা: জি২০-এর লোগো বিতর্ক (G20 logo controversy) নিয়ে কথা বলতে গিয়ে সোমবার বিজেপিকে (BJP) তীব্র আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Banerjee)। অবিলম্বে জি২০-এর লোগো পরিবর্তন (change) করার দাবিও জানালেন তিনি।

আগামী সাত তারিখ নয়াদিল্লিতে তৃণমূল কংগ্রেসের সাংসদদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। পাশাপাশি একটি বৈঠকে তাঁর সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। কিন্তু, তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর একান্তে কোনও বৈঠক হবে না বলে সোমবার স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে কথা বলতে গিয়ে জি২০ লোগো বিতর্কেও মুখ খোলেন।

এপ্রসঙ্গে তিনি বলেন, "দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে কোনও বৈঠক হবে না। যা হবে সেটা জি২০-এর বৈঠক। পদ্মফুল (lotus) আমাদের জাতীয় ফুল (our national flower) হিসেবে স্বীকৃত হলেও এটি একটি রাজনৈতিক দলের (political party) প্রতীক (logo)। তাই জি২০-এর লোগোতে এটা ব্যবহার করা উচিত নয়। ওদের কাছে আরও অন্য উপায় তো রয়েছে।"

জি২০ লোগোর বিষয়ে আক্রমণ করার পাশাপাশি গুজরাট বিধানসভা ভোটের (Gujarat polls 2022) প্রচারে বিজেপিকে (BJP) বেশি সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে বলে নাম না করে সোমবার নির্বাচন কমিশনের বিরুদ্ধেও তোপ দাগেন মমতা। তিনি বলেন, "ভোটের দিনে রোডশোর (Roadshow) অনুমতি দেওয়া হয় না। কিন্তু, প্রধানমন্ত্রী মোদি ও তাঁর দল হল ভিভিআইপি (VVIPs)। তাঁদের যা ইচ্ছা তাঁরা তাই করতে পারেন।"