West Bengal Budget Session For 2021-22: রাজ্যে বাজেট অধিবেশন শুরু ৫ ফেব্রুয়ারি
রাজ্য বিধানসভায় ২০২১-২২ সালের বাজেট অধিবেশন (Budget Session) শুরু হতে চলেছে ৫ ফেব্রুয়ারি। এদিনই ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে। ২০২১-২২ আর্থিক বছরের বাজেট পেশ হবে ১ ফেব্রুয়ারি । সংসদে বাজেট অধিবেশন শুরু হবে ২৯ জানুয়ারি থেকে। অর্থাৎ কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার পরই রাজ্য বাজেট পেশ হতে চলেছে । তবে বিধানভায় কবে বাজেট পেশ হতে পারে, সেই সংক্রান্ত কোনও তথ্য় এখনও জানা যায়নি।
কলকাতা, ২৮ জানুয়ারি: রাজ্য বিধানসভায় ২০২১-২২ সালের বাজেট অধিবেশন (Budget Session) শুরু হতে চলেছে ৫ ফেব্রুয়ারি। এদিনই ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে। ২০২১-২২ আর্থিক বছরের বাজেট পেশ হবে ১ ফেব্রুয়ারি । সংসদে বাজেট অধিবেশন শুরু হবে ২৯ জানুয়ারি থেকে। অর্থাৎ কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার পরই রাজ্য বাজেট পেশ হতে চলেছে । তবে বিধানভায় কবে বাজেট পেশ হতে পারে, সেই সংক্রান্ত কোনও তথ্য় এখনও জানা যায়নি। আরও পড়ুন: Mamata Banerjee: 'কৃষি আইন বাতিল না করলে পদত্যাগ করুক কেন্দ্রীয় সরকার', বিধানসভা অধিবেশনে দাবি মমতার
এদিন বিধানসভায় কেন্দ্রের নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রস্তাব আনে রাজ্য সরকার। তিন কৃষি আইন বিরোধী প্রস্তাব পেশ হতেই বিজেপি বিধায়কেরা অধিবেশনের মাঝেই বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে। 'জয় শ্রী রাম' স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়কেরা। ওয়েলে নেমে বিক্ষোভ দেখান সুদীপ মুখার্জি। এরপর জয় শ্রী রাম স্লোগান তুলে একে একে সকলে বিধানসভা ছেড়ে বেরিয়ে আসতে থাকেন।