West Bengal Budget 2024: রাজ্যে ৫ লক্ষ শিক্ষক নিয়োগ শিগগিরই, বাজেটে ঘোষণা চন্দ্রিমা ভট্টাচার্যের
রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট বক্তৃতার সময় জানান, শিগগিরই ৫ লক্ষ শিক্ষক নিয়োগ হবে রাজ্যে। যত শিগগিরই সম্ভব রাজ্য সরকার বিভিন্ন স্কুলে এই ৫ লক্ষ শিক্ষক, শিক্ষিকা নিয়োগ করবে বলে জানান চন্দ্রিমা ভট্টাচার্য।
কলকাতা, ৮ ফেব্রুয়ারি: বৃহস্পতিবার বিধানসভায় শুরু হয়েছে রাজ্য বাজেট (Budget)। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বাজেট বক্তৃতার সময় জানান, শিগগিরই ৫ লক্ষ শিক্ষক নিয়োগ হবে রাজ্যে। যত শিগগিরই সম্ভব রাজ্য সরকার বিভিন্ন স্কুলে এই ৫ লক্ষ শিক্ষক, শিক্ষিকা নিয়োগ করবে বলে জানান চন্দ্রিমা ভট্টাচার্য। মিড ডে মিলের রান্না যাঁরা করেন, সেই রাঁধুনিদের ভাতাও এবার ৫০০ টাকা করে বাড়ানো হল বলে জানান চন্দ্রিমা। রাজ্যের সিভিক ভালন্টিয়াররা ৬০ বছরের পর ৫ লক্ষ করে টাকা পাবেন বলে রাজ্যের অর্থ বাজেটে ঘোষণা করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
পাশাপাশি অর্থ প্রতিমন্ত্রী আরও জানান, আবাস যোজনা প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের অর্থ পাওয়া না গেলে, ১১ লক্ষ মানুষের থাকার আস্তানা তৈরির টাকা দেবে রাজ্য সরকার।