West Bengal Assembly Election Results 2021: 'বাংলায় ম্যাজিক ফিগার পার করব', আত্মবিশ্বাসী কৈলাশ
কলকাতা, ২ মে: ভোট গণনা শুরু হতেই রবিবার রাজ্যের একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেস (TMC) এগিয়ে যেতে শুরু করে। প্রথম ২, ৩ রাউন্ড ভোট গণনার পর তৃণমূল কংগ্রেস যখন এগিয়ে যেতে শুরু করে, সেই সময় মুখ খুললেন বিজেপির (BJP) কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)।
তিনি বলেন, এই মুহূর্তে হার জিত নিয়ে মন্তব্য করা উচিত নয়। বিকেলের মধ্যে ছবি পরিষ্কার হবে। পশ্চিমবঙ্গে তাঁরা ৩ নম্বরে থেকে লড়াই শুরু করেন। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে কখনও তাঁরা ১০০টি আসনও পাননি। ফলে এবার তাঁরা ১০০টি আসন তো পশ্চিমবঙ্গে পাবেনই, পার করবেন ম্যাজিক ফিগারও। এমনই দাবি করেন রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়।
এদিকে রবিবার গণনা শুরু হতেই শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee), পায়েল সরকার, তনুশ্রী চক্রবর্তীরা পিছিয়ে যেতে শুরু করেন। তবে খড়গপুর থেকে এগিয়ে যান হিরণ চট্টোপাধ্যায়।