West Bengal Assembly Election Results 2021: ''মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা ভালভাবে নেননি বাংলার মানুষ''

ছবি ট্যুইটার

কলকাতা, ২ মে: মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বিশ্বাস করেছেন। সম্মিলিতভাবে বংলার মানুষ বিজেপির বিরোধিতা করেছেন। মমতাকে কুরুচিকর আক্রমণ, অভিষেককে আক্রমণ, বাংলার মানুষ ভালভাবে নেননি। এখনও পর্যন্ত যা ফলাফল, সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। ২ মে বেলা গড়াতে না গড়াতেই এমনই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।

পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, বিজেপি (BJP) শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের আনা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে কুৎসা করা হয়েছে যেভাবে, তা বাংলার মানুষ ভালভাবে নননি।

আরও পড়ুন: West Bengal Assembly Election Results 2021: 'বাংলায় ম্যাজিক ফিগার পার করব', আত্মবিশ্বাসী কৈলাশ

এদিকে ২ মে গণনা শুরু হওয়ার পর যে ট্রেন্ড চোখে পড়তে শুরু করে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা পালটাতে শুরু করে। বেলা বাড়তে না বাড়তেই তৃমমূল কংগ্রেস (TMC) ব্যবধান বাড়িয়ে এগিয়ে যায় ২০৯টি আসনে। অন্যদিকে বিজেপি ৮০টি আসনে এগিয়ে থাকে বলে ছবি প্রকাশ্যে আসে।