Narendra Modi at Purulia Rally: 'দ্রুত সুস্থ হন দিদি', পুরুলিয়ার জনসভায় প্রার্থনা নরেন্দ্র মোদির

আজ পুরুলিয়ায় ভাঙড়া নবকুঞ্জ ময়দানের জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন,‘দিদি আমার ওপর রাগ দেখাচ্ছেন। বিজেপি নেতাদের ওপর রাগ দেখাচ্ছেন দিদি। দিদিও ভারতের মেয়ে, তাঁর প্রতি শ্রদ্ধা আছে। দিদিও ভারতের মেয়ে, তাঁর প্রতি শ্রদ্ধা আছে। দিদির আঘাত লেগেছে, দ্রুত সুস্থ হয়ে উঠুন দিদি।’ পাশাপাশি হুঁশিয়ারিও দেন,'লোকসভায় হাফ আর এবার পুরো সাফ হবে তৃণমূল'।

নরেন্দ্র মোদি (Picture Credits: ANI)

পুরুলিয়া, ১৮ মার্চ: আজ পুরুলিয়ায় (Purulia) ভাঙড়া নবকুঞ্জ ময়দানের জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানে তিনি বলেন,‘দিদি আমার ওপর রাগ দেখাচ্ছেন। বিজেপি নেতাদের ওপর রাগ দেখাচ্ছেন দিদি। দিদিও ভারতের মেয়ে, তাঁর প্রতি শ্রদ্ধা আছে। দিদিও ভারতের মেয়ে, তাঁর প্রতি শ্রদ্ধা আছে। দিদির আঘাত লেগেছে, দ্রুত সুস্থ হয়ে উঠুন দিদি।’ পাশাপাশি হুঁশিয়ারিও দেন,'লোকসভায় হাফ আর এবার পুরো সাফ হবে তৃণমূল'।

জনসভায় মমতা ব্যানার্জিকে নিশানা করে বলেন, “যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় এসেছে সেখানে শয়ে শয়ে মাইল জলের পাইপ লাইন বসেছে, দিঘি তৈরি হয়েছে। জল সংকট দূর হওয়ায় কৃষকরা বিভিন্ন ধরনের ফসল ফলানোর সুযোগ পাচ্ছে। পুরুলিয়ায় উন্নয়নের অনেক সম্ভাবনা রয়েছে। রেলের কাজ শুরু হলে অনেক কর্মসংস্থান হবে। দলিত আদিবাসীদেরও কর্মসংস্তানের বন্দোবস্ত হবে। ছৌ শিল্পী, হস্তশিল্পের সঙ্গে যুক্তদের জন্য কর্মসংস্থানের বন্দোবস্ত হবে। মা মাটি মানুষের কথা বলা দিদির যদি উপজাতিদের প্রতি মমতা হত তাহলে এমন ঘটনা ঘটত না। দিদির জনতা মাওবাদীদের হিংসা ছড়াতে উদ্দীপ্ত করে। কয়লা মাফিয়া, বালি মাফিয়ারা কার থেকে সহযোগিতা পেয়েছে। অত্যাচার অনেক করেছো দিদি। ভয় দেখানোই তোমার অস্ত্র। পশ্চিমবাংলায় তৃণমূলের দিন হাতে গোনা তা মমতা দিদিও জানেন। তাই বলছেন খেলা হবে। খেলা হবে। বিজেপি বলে চাকরি হবে।”

আরও পড়ুন, করোনা আক্রান্ত সতীশ কৌশিক, ভালবাসা পাঠালেন অনুপম খের

প্রধানমন্ত্রী এদিন মমতাকে কটাক্ষ করে আরও বলেন, “দিদি বলে খেলা হবে। বিজেপি বলে বিকাশ হবে। দিদি বলে খেলা হবে, বিজেপি বলে শিক্ষা হবে। দিদি বলে খেলা হবে, বিজেপি বলে মহিলাদের উন্নয়ন হবে। দিদি বলে খেলা হবে, বিজেপি বলে যুবদের বিকাশ হবে। দিদি বলে খেলা হবে, বিজেপি বলে স্কুল হবে। দিদি ও দিদি আপনার ভাই বোনদের চিন্তার খেলা আপনি দশ বছর খেলেছেন। খেলা শেষ হবে বিকাশ আরম্ভ হবে।”



@endif