TMC Manifesto: আগামিকাল তৃণমূল কংগ্রেসের ইস্তেহার প্রকাশ করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আগামিকাল বিকেল ৪ টায় তৃণমূল কংগ্রেসের ইস্তেহার প্রকাশ হতে চলেছে। এবিপি আনন্দের খবর অনুযায়ী, কাল লালগড়, গোপীবল্লভপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে। সভা শেষে কলকাতায় ফিরবেন তৃণমূল সুপ্রিমো। কলকাতায় ফিরেই ইস্তেহার প্রকাশ করবেন তিনি, বলে জানা গেছে। এরপর পরশু ফের পশ্চিম মেদিনীপুরে ৩টি জনসভা করবেন মুখ্যমন্ত্রী। কলাইকুণ্ডা, গড়বেতা, কেশিয়াড়িতে সভা করবেন তিনি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Photo: ANI)

কলকাতা, ১৬ মার্চ: আগামিকাল বিকেল ৪ টায় তৃণমূল কংগ্রেসের ইস্তেহার (TMC Manifesto) প্রকাশ হতে চলেছে। এবিপি আনন্দের খবর অনুযায়ী, কাল লালগড়, গোপীবল্লভপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জনসভা রয়েছে। সভা শেষে কলকাতায় ফিরবেন তৃণমূল সুপ্রিমো। কলকাতায় ফিরেই ইস্তেহার প্রকাশ করবেন তিনি, বলে জানা গেছে। এরপর পরশু ফের পশ্চিম মেদিনীপুরে ৩টি জনসভা করবেন মুখ্যমন্ত্রী। কলাইকুণ্ডা, গড়বেতা, কেশিয়াড়িতে সভা করবেন তিনি।

তাঁর পায়ে চোট লাগার কারণে ইস্তেহার প্রকাশে অনেক বেশি দেরি হয়ে যায়। গত ১৪ মার্চ ‘নন্দীগ্রাম দিবস’ উপলক্ষে সেই আবেগকে ধরে রেখে দলীয় ইস্তাহার প্রকাশ করার কথা ছিল তৃণমূল নেত্রীর। কিন্তু শেষ পর্যন্ত সেই দিনও সম্ভব হয়নি। গত ৯ মার্চ তিনি নন্দীগ্রামে যান তৃণমূল নেত্রী। ঠিক ছিল ১১ তারিখ নন্দীগ্রাম থেকে ফিরে বিকেলে তৃণমূলের ইস্তেহার প্কাশ করবেন। কিন্তু ১০ মার্চ, বুধবার নন্দীগ্রামেই প্রচার চালানোর সময় আহত হন মুখ্যমন্ত্রী। ফলে বাতিল হয়ে যায় ইস্তেহার প্রকাশের কর্মসূচি। আরও পড়ুন, 'নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করছেন অমিত শাহ', স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি আক্রমণ মমতা বন্দোপাধ্যায়ের

ভাঙা পা নিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (CM Mamata Banerjee) ফের জনসভায় অংশগ্রহণ করেন। গতকাল পুরুলিয়ায় জোড়া সভা করার পর আজ বাঁকুড়ায় তিনটি রাজনৈতিক সমাবেশে যোগ দেন তৃণমূল সুপ্রিমো। গত বুধবার নন্দীগ্রামে পায়ে চোট পাওয়ার পর সোমবারই প্রথম হুইল চেয়ারে বসে জনসভা করেন তিনি। পুরুলিয়ার ঝালদা ও বলরামপুরে জনসভা করেন তিনি। এরপরই আগামিকাল তিনি কলকাতা ফিরছেন।