CPIM, Congress & ISF Alliance Candidate List: প্রথম দু'দফা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল বাম শিবির, শালবনিতে প্রার্থী হচ্ছেন সুশান্ত ঘোষ
আজ তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পরই প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu)। এবারের নির্বাচনে কংগ্রেস ও আইএসএফের সঙ্গে জোটে লড়বে বামফ্রন্ট। আসন সমঝোতা শেষ না হওয়ায় সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ গেল না। বাম (Left), কংগ্রেস (Congress) এবং আইএসএফ (ISF) তিন যুক্ত মোর্চা থেকেই দু'দফা নির্বাচনের প্রার্থী ঘোষণা করলেন বিমান বসু।
কলকাতা, ৫ মার্চ: আজ তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পরই প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu)। এবারের নির্বাচনে কংগ্রেস ও আইএসএফের সঙ্গে জোটে লড়বে বামফ্রন্ট। আসন সমঝোতা শেষ না হওয়ায় সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ গেল না। বাম (Left), কংগ্রেস (Congress) এবং আইএসএফ (ISF) তিন যুক্ত মোর্চা থেকেই দু'দফা নির্বাচনের প্রার্থী ঘোষণা করলেন বিমান বসু।
তালিকা অনুযায়ী-
পটাশপুর - সৈকত গিরি (সিপিএম)
কাঁথি উত্তর - সুতনু মাইতি (সিপিএম)
ভগবানপুর (কংগ্রেস)
খেজুরি - হিমাংশু দাস (সিপিএম)
কাঁথি দক্ষিণ- অনুরূপ পাণ্ডা (সিপিআই)
রামনগর - সব্যসাচী জানা (সিপিএম)
দাঁতন - শিশির পাত্র (সিপিআই)
নয়াগ্রাম - হরিপদ সোরেন (সিপিএম)
ঝাড়গ্রাম - মধুজা সেন রায় (সিপিএম)
গোপীবল্লভপুর - প্রশান্ত দাস (সিপিএম)
কেশিয়াড়ি - পুলিনবিহারী বাস্কে (সিপিএম)
খড়গপুর - শেখ সাদ্দাম আলি (সিপিএম)
শালবনি - সুশান্ত ঘোষ (সিপিএম)
মেদিনীপুর - তরুণ ঘোষ (সিপিএম)
বিনপুর - দিবাকর হাঁসদা (সিপিএম)
বান্দোয়ান - সুশান্ত বিশ্বাস (সিপিএম)
মানবাজার - যামিনীকান্ত মান্ডি (সিপিএম)
কাশীপুর - মল্লিকা মাহাতো (সিপিএম)
পারা - স্বপন বাউড়ি (সিপিএম)
রঘুনাথপুর (আইএসএফ)
শালতোড়া (আইএসএফ)
ছাতনা - ফাল্গুনী মুখোপাধ্যায় (আরএসপি)
রানিবাঁধ - দেবলীনা হেমব্রম (সিপিএম)
রাইপুর - (আইএসএফ)
গোসাবা - অনিলচন্দ্র মণ্ডল (আরএসপি)
পাথরপ্রতিমা, কাকদ্বীপ - কংগ্রেস
সাগর - শেখ মুকুলেশ্বর রহমান (সিপিএম)
তমলুক - গৌতম পণ্ডা (সিপিএম)
পাঁশকুড়া পূর্ব - শেখ ইব্রাহিম আলি (সিপিএম)
পাঁশকুড়া পশ্চিম- চিত্ত দাস ঠাকুর (সিপিএম)
নন্দকুমার : করুণা শঙ্কর ভৌমিক (সিপিএম)
ময়না - কংগ্রেস
মহিষাদল (আইএসএফ)
হলদিয়া - মণিকা কর পাইক (সিপিএম)
কেশিয়াড়ি - পুলিনবিহারী বাস্কে (সিপিএম)
চণ্ডীপুর - আশিস গুছাইত (সিপিএম)
খড়গপুর সদর - কংগ্রেস
নারায়ণগড় - তাপস সিন্হা (সিপিএম)
সবং - কংগ্রেস
ডেবরা - রামকৃষ্ণ মণ্ডল (সিপিএম)
ঘাটাল - কমল দলুই (সিপিএম)
চন্দ্রকোণা - আইএসএফ
কেশপুর - রামেশ্বর দলুই (সিপিএম)
তালড্যাংরা - মনোরঞ্জন পাত্র (সিপিএম)
বড়জোড়া - সুজিত চক্রবর্তী (সিপিএম)
ওন্দা - তারাপদ চক্রবর্তী (সিপিএম)
ইন্দাস - নয়ন শীল (সিপিএম)
সোনামুখী - অজিত রায় (সিপিএম)
নয়াগ্রাম - হরিপদ সোরেন (সিপিএম)