West Bengal Assembly Election 2021: বাংলার শাসন বাংলার লোকরা করবে, বহিরাগতরা করবে না: মমতা বন্দ্যোপাধ্যায়
উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) রায়গঞ্জে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় CM Mamata Banerjee)। রায়গঞ্জ স্টেডিয়ামে ওই জনসভা থেকে বিজপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। এরপর তাঁর সভা রয়েছে মালদাতে। এই দুটি জেলার দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি-বিরোধী ভোট তৃণমূলের পক্ষে টেনে আনাই মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য।
রায়গঞ্জ, ১০ ফেব্রুয়ারি: উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) রায়গঞ্জে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় CM Mamata Banerjee)। রায়গঞ্জ (Raiganj) স্টেডিয়ামে ওই জনসভা থেকে বিজপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। এরপর তাঁর সভা রয়েছে মালদাতে। এই দুটি জেলার দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি-বিরোধী ভোট তৃণমূলের পক্ষে টেনে আনাই মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য।
এক নজরে মুখ্যমন্ত্রীর বক্তব্য:
- আমি একজন দলের কর্মী, আমি মুখ্যমন্ত্রী নই আমি একজন সাধারণ মানুষ, কর্মীদের বলি মানুষের জন্যে কাজ করবেন, মাথা উঁচু করে চলবেন।
- কারোর কাছে মাথা নত করে টিকিট দেব না, অনেক লোভী ভুঁইফোড়কে পাঠিয়েছিলাম এই জেলায়। তাঁরা নিজেদের পকেট ভরিয়েছে। রাম ছানা হয়ে পালিয়ে গেছে।
- মানুষের ভালোবাসা আমার কাছে সব, সোনার গয়নার মূল্য আমার কাছে নেই, মানুষ ভালো থাকুক এটাই আমার চাওয়া। টাকার থেকে মানবিকতার দাম অনেক বেশি।
- এটা দিল্লির লাড্ডু না, এই বাংলা মনীষীদের বাংলা। এটা মনে রাখবেন। নেতা তাঁদেরই বলা হয় যারা মিথ্যে কথা বলে না, আর বিজেপি মানেই পুরোটা মিথ্যাচার। ধর্মের কথা বললে মানুষকে ভালোবাসতে জানতে হয়, আর বিজেপি মানেই খুন, লুঠ, ধর্ষণ। আজকাল আর দেবতাদের রথে বসানো হচ্ছে না, বসানো হচ্ছে তাদের যারা দাঙ্গা লাগাতে অশান্তি করতে বসে আছে বিলাসবহুল রথে, বিজেপি নেতারা কি জগন্নাথ দেবের থেকে বড়?
- বিজেপির রথ না ওটা ১০ তারা হোটেল, সেখানে নেতারা জনগণের টাকায় ফুর্তি করছেন। ওনারা জগন্নাথ দেবকে অপমান করেছেন ওনার রথকে কালিমালিপ্ত করছে, আমি লজ্জিত জগন্নাথ দেবের রথ কে অপমান করায়।
- বাংলার নারী সুরক্ষার ব্যাপারে কথা বলেন। আগে নিজেদের উত্তরপ্রদেশের দিকে দেখুন। সেখানে দলিতদের পিষে মারা হয়, প্রতিদিন ধর্ষণ বাড়ছে, আগে নিজের ইউপি সামলান তারপর ভাববেন বাংলা।
- এই বাংলা সবার, সব ধর্ম, সব মানুষের, এই বাংলায় তৃণমূল সকল ধর্ম, সকল সম্প্রদায়ের মানুষদের বিনামূল্যে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসাথী দিয়েছে।
- দেশে ৪০ শতাংশ বেকারত্ব বেড়েছে, আর বাংলায় ৪০ শতাংশ দারিদ্র কমিয়েছি। স্টিল ডেভলপমেন্ট, স্মল স্কেল, কৃষি, ১০০ দিনের কাজেও এক নম্বরে।
- উত্তরবঙ্গজুড়ে বিশ্ববিদ্যালয়, কলেজ, হাসপাতাল, মেডিকেল কলেজ করে দিয়েছে মা মাটি মানুষের সরকার, কোথায় বাকি রেখেছি আপনারা বলুন আমার উত্তরবঙ্গের জনগণ।
- কালিয়াগঞ্জের হাসপাতাল ৩০০ বেডের করে দিলাম। রায়গঞ্জে মেডিক্যাল কলেজ করার সব ব্যবস্থা হয়ে গেছে। রাজবংশী ভাষায় পড়াশোনার জন্য ২০০ স্কুল করে দিচ্ছি। অলচিকি ভাষার জন্য ৫০০ স্কুল করে দিচ্ছি। হিন্দি, গোর্খা ভাষার জন্যও আলাদা স্কুল।
- বিজেপি বাংলাকে চেনে না, বিজেপি প্রতিনিয়ত বাংলার মনীষীদের অপমান করে চলেছে। বাংলার শাসন বাংলার লোকেরা করবে, বহিরাগতরা করবে না, বহিরাগতদের ছুঁড়ে ফেলে দিন বাইরে। দিল্লিকে বাংলা দখল করতে দেব না, আমরা রুখব।
- সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে একমাত্র তৃণমূল সরকার। প্রার্থী কারা হবে দেখার দরকার নেই। যারা দল বদল করতে পারে তাদের প্রার্থী করব না
- আপনারাই আমার সব, টাকা হয়ত দিতে পারবো না কিন্তু ভালোবাসা দিয়ে আপনাদের মন জয় করে নেব।