IPL Auction 2025 Live

West Bengal Assembly Election 2021: কলকাতার ৮ রিটার্নিং অফিসারকে সরাল নির্বাচন কমিশন

রাজ্যের ৩১ টি আসনে তৃতীয় দফা নির্বাচন চলাকালীন বদলে গেল কলকাতার ৮ জন রিটার্নিং অফিসার। চৌরঙ্গী, শ্যামপুকুর, কাশীপুর, বেলগাছিয়া, বেলেঘাটা, ভবানীপুর, এন্টালি, জোড়াসাঁকো, কলকাতা বন্দর, একসঙ্গে কলকাতার ৮ রিটার্নিং অফিসারকে সরাল নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন(Photo Credits: PTI)

কলকাতা, ৬ এপ্রিল: রাজ্যের ৩১ টি আসনে তৃতীয় দফা নির্বাচন চলাকালীন বদলে গেল কলকাতার ৮ জন রিটার্নিং অফিসার। চৌরঙ্গী, শ্যামপুকুর, কাশীপুর, বেলগাছিয়া, বেলেঘাটা, ভবানীপুর, এন্টালি, জোড়াসাঁকো, কলকাতা বন্দর, একসঙ্গে কলকাতার ৮ রিটার্নিং অফিসারকে সরাল নির্বাচন কমিশন।

এ বিষয়ে কমিশন জানায়, তিন বছর একটানা কেউ এক পদে থাকতে পারেন না। তাই আধিকারিকদের সরিয়ে দেওয়া হয়েছে। এতদিন ধরে কলকাতায় এই নিয়ম কার্যকর করা হয়নি। এবারের নির্বাচনে এই বিধি কার্যকর করা হল। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই ৮ জনের ওপর আগে থেকেই নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ ছিল।

কলকাতায় মোট ১১টি আসনের মধ্যে ৮টি আসনেই রিটার্নিং অফিসারকে অপসারণ করা হয়। এর মধ্যে কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। তাঁর এলাকার রিটানিং অফিসারকেও অপসারিত করা হয়েছে। এই কেন্দ্রগুলিতে এবার একাধিক হেভিওয়েট প্রার্থী ভোটে দাঁড়িয়েছেন।

এই ৮-জন অফিসারকে শো-কজ করার পরই মূলত তাঁদের অপসারণ করা হয়, বালিগঞ্জের রিটার্নিং অফিসারকে সরানো হয়েছিল।