West Bengal Assembly Election 2021, 5th Phase: আগামী পঞ্চম দফা নির্বাচনে কোন জেলায় কত আসনে ভোট? হেভিওয়েট প্রার্থীই বা কারা? জেনে নিন বিস্তারিত

আগামী ১৭ এপ্রিল রাজ্যে পঞ্চম দফার নির্বাচন। উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে নির্বাচন হতে চলেছে। মোট আসন ৪৫টি। আজ রাত ১০ টার পর বন্ধ প্রচার। পঞ্চম দফার নির্বাচনে রয়েছে বেশ কিছু হেভিওয়েট প্রার্থী। মোট আসন ৪৫টি ইয়াসনের মধ্যে উত্তর ২৪ পরগনার ১৬ আসনে ভোট, নদিয়ারর ৮ টি কেন্দ্রে , পূর্ব বর্ধমানের ৮ আসন, কালিম্পংয়ের ১ টি আসন, জলপাইগুড়ি জেলার ১৫ থেকে ২১ আসনে ভোট হবে।

ভোটার কার্ড (File pic)

কলকাতা, ১৫ এপ্রিল: আগামী ১৭ এপ্রিল রাজ্যে পঞ্চম দফার নির্বাচন (West Bengal Assembly Election 2021, 5th Phase)। উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে নির্বাচন হতে চলেছে। মোট আসন ৪৫টি। আজ রাত ১০ টার পর বন্ধ প্রচার। পঞ্চম দফার নির্বাচনে রয়েছে বেশ কিছু হেভিওয়েট প্রার্থী।

মোট আসন ৪৫টি আসনের মধ্যে উত্তর ২৪ পরগনার ১৬ আসনে ভোট, নদিয়ারর ৮ টি কেন্দ্রে , পূর্ব বর্ধমানের ৮ আসন, কালিম্পংয়ের ১ টি আসন, জলপাইগুড়ি জেলার ১৫ থেকে ২১ আসনে ভোট হবে।

উত্তর ২৪ পরগনা

পানিহাটি

কামারহাটি

বরানগর

দমদম

বিধাননগর

রাজারহাট নিউটাউন

রাজারহাট গোপালপুর

মধ্যমগ্রাম

বারাসত

দেগঙ্গা

হাড়োয়া

মিনাখাঁ

সন্দেশখালি

বসিরহাট উত্তর

বসিরহাট দক্ষিণ

হিঙ্গলগঞ্জ

দার্জিলিং

দার্জিলিং

কার্শিয়াং

মাটিগাড়া-নকশালবাড়ি

শিলিগুড়ি

ফাঁসিদেওয়া

কালিম্পং

কালিম্পং

জলপাইগুড়ি

ধূপগুড়ি

ময়নাগুড়ি

জলপাইগুড়ি

রাজগঞ্জ

ডাবগ্রাম-ফুলবাড়ি

মাল

নাগরাকাটা

নদিয়া

শান্তিপুর

রানাঘাট উত্তর-পশ্চিম

কৃষ্ণগঞ্জ

রানাঘাট উত্তর-পূর্ব

রানাঘাট দক্ষিণ

চাকদহ

কল্যাণী

হরিণঘাটা

পূর্ব বর্ধমান

খণ্ডঘোষ

বর্ধমান দক্ষিণ

রায়না

জামালপুর

মন্তেশ্বর

কালনা

মেমারি

বর্ধমান উত্তর

হেভিওয়েট প্রার্থী তালিকায় রয়েছেন-

তৃণমূলের মদন মিত্র, চিরঞ্জিত চক্রবর্তী, জ্যোতিপ্রিয় মল্লিক, ব্রাত্য বসু, গৌতম দেব, অদিতি মুন্সি, সুজিত বসু। বিজেপির রাহুল সিনহা, শমীক ভট্টচার্য, পার্নো মিত্র, রাজু বন্দ্যোপাধ্যায়। সিপিআইএমের সায়নদীপ মিত্র, অশোক ভট্টাচার্য প্রমুখ।