West Bengal Assembly By Election Results 2024: উপনির্বাচনে সবুজ হাওয়া, বাংলার ছয় বিধানসভা আসনেই ব্যাপক ব্যবধানে এগিয়ে তৃণমূল

আজ শনিবার, ২৩ নভেম্বর ফলপ্রকাশ। সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা পর্ব। ব্যালট পেপার গণনা শেষ ইভিএম গণনা শুরু হয়েছে। ভোটগণনার প্রাথমিক প্রবণতা অনুসারে, রাজ্যের ছয়টি বিধানসভা আসনেই এগিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস।

TMC (Photo Credits: Facebook)

West Bengal Assembly By Election Results 2024: মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ভোট গণনার পাশাপাশি শনিতে রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোট গণনা পর্ব শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা। গণনাকেন্দ্রগুলোর নিরাপত্তায় নির্বাচন কমিশনের তরফে প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনীর থ্রি-স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা প্রদান করা হয়েছে।

গত ১৩ নভেম্বর আলিপুরদুয়ারের মাদারিহাট, কোচবিহারের সিতাই, বাঁকুড়ার তালডাংরা, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, উত্তর ২৪ পরগয়ার হাড়োয়া এবং নৈহাটি- এই ৬টি বিধানসভা আসনে উপ-নির্বাচন হয়েছিল। আজ শনিবার, ২৩ নভেম্বর ফলপ্রকাশ। সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা পর্ব। ব্যালট পেপার গণনা শেষ ইভিএম (EVM) গণনা শুরু হয়েছে। ভোটগণনার প্রাথমিক প্রবণতা অনুসারে, রাজ্যের ছয়টি বিধানসভা আসনেই এগিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)।

চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির ভরাডুবি দেখে ছয়টি বিধানসভা আসনে উপ-নির্বাচনে নিজেদের জয় নিয়ে বেশ আশাবাদী মমতার দল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ওই ছটি আসনের মধ্যে পাঁচটিই ছিল তৃণমূলের দখলে। আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা আসনটিতে জিতেছিল বিজেপি। তবে এবার শাসক দলের আশা, মাদারিহাট সহ ৬টি আসনেই বড় ব্যবধানে জিতবে তারা। প্রাথমিক গণনার হিসাব সেই দিকেই ইঙ্গিত করছে।

সিতাই, মেদিনীপুর, নৈহাটি, হাড়োয়া, তালডাংরা এমনি বিজেপির জেতা আসন মাদারিহাটেও ব্যাপক ব্যাবধানে এগিয়ে তৃণমূল। উচ্ছ্বাস শুরু শাসক দলের কর্মী-সমর্থকদের মধ্যে। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য বলছে, বিজেপির জেতা আসন মাদারিহাটায় দ্বিতীয় রাউন্ড শেষ ১০ হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টপ্পো।