Weather Update: উত্তাল বঙ্গোপসাগর, মৎস্যজীবীদের প্রবেশ নিষিদ্ধ, জেনে নিন আজকের আবহাওয়ার পূর্বাভাষ

উত্তর-পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের প্রবেশ নিষিদ্ধ করেছে দিল্লির মৌসম ভবন।

Weather Update (Photo Credit: X)

কলকাতা: সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। আষাঢ় পেরিয়ে শ্রাবণ মাস শুরু হয়েছে, গতকাল বৃষ্টির মধ্য দিয়ে শুরু হয়েছে শাবনের শুভ অনুষ্ঠান। আবহাওয়ার পূর্বাভাষ, আজ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের চারটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও আগামী কয়েক দিন বৃষ্টি চলবে। মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের কারণেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর, তাই ২৫ জুলাই পর্যন্ত উত্তর-পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের প্রবেশ নিষিদ্ধ করেছে আবহাওয়া দফতর। সর্বোচ্চ ৬৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগ থাকবে ঝোড়ো হাওয়ার। উত্তর-পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের প্রবেশ নিষিদ্ধ করেছে দিল্লির মৌসম ভবন।

আবহাওয়ার পূর্বাভাষ আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, এবং পূর্ব বর্ধমানে রী বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুরে বৃষ্টি ভারী বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। রাজ্যের বাকি জেলাগুলিতে আগামী কয়েক দিন বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। কলকাতা শহরে সর্বনিম্ন পারদ হতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকতে পারে ৯০ শতাংশের কাছাকাছি। আকাশ মূলত মেঘলা থাকবে। সারাদিনই ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে।