West Bengal Weather update: ঘেমো গরমে স্বস্তির খবর, ১০ দিনের মধ্যে আসছে বর্ষা
গতকাল দেশের মধ্য কেরালাতে বর্ষা প্রবেশ করেছে৷ এদিকে IMD কলকাতা জানাচ্ছে, আগামী ১০ দিনের মধ্যে বঙ্গেও চলে আসবে বর্ষাকাল (Monsoon Rain)৷ যদিও প্রাক বর্ষার বৃষ্টিতে আবহাওয়ার তেমন বদল না ঘটলেও আজ শহরে বৃষ্টি নামতে পারে৷
কলকাতা, ৪ জুন: গতকাল দেশের মধ্য কেরালাতে বর্ষা প্রবেশ করেছে৷ এদিকে IMD কলকাতা জানাচ্ছে, আগামী ১০ দিনের মধ্যে বঙ্গেও চলে আসবে বর্ষাকাল (Monsoon Rain)৷ যদিও প্রাক বর্ষার বৃষ্টিতে আবহাওয়ার তেমন বদল না ঘটলেও আজ শহরে বৃষ্টি নামতে পারে৷ অন্তত আলিপুরের হাওয়া অফিসের পূর্বাভাস তেমনটাই জানাচ্ছে৷ আকাশ কালো করে নামতে পারে কয়েক পশলা বৃষ্টি৷ তাতে সাময়িক ঠান্ডা হলেও স্বস্তি খুব একটা মিলবে না৷ আগামী দুদিনও আংশিক মেঘলা থাকবে আকাশ। আগামী ৭ জুন বজ্রপাতের পূর্বাভাসের পাশাপাশি আগামী ৮-৯ জুন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৮ ডিগ্রির কাছাকাছি। আরও পড়ুন-Donald Trump: করোনার উৎপত্তি নিয়ে তিনিই সঠিক, টুইটারে নিজের পিঠ চাপড়ালেন ট্রাম্প
উল্লেখ্য, গতকাল শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। আগামী ১০ দিনের মধ্যেই রাজ্যে আসছে বর্ষা৷ কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷