West Bengal Monsoon: নিম্নচাপের গেরো কাটতে না কাটতেই ঘূর্ণাবর্ত, বর্ষণমুখর দক্ষিণবঙ্গ

সোমবার রাত থেকে শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে বৃষ্টি (West Bengal Monsoon)৷ এমনিতেই নিম্নচাপের কারণে গত বৃহস্পতি ও শুক্রবারের টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল৷

বৃষ্টি (Photo Credits: Wikimedia)

কলকাতা, ৩ আগস্ট: সোমবার রাত থেকে শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে বৃষ্টি (West Bengal Monsoon)৷ এমনিতেই নিম্নচাপের কারণে গত বৃহস্পতি ও শুক্রবারের টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল৷ এখনও দক্ষিণবঙ্গের বহু এলাকায় জমে আছে জল৷ জলমগ্ন এলাকা থেকে বাসিন্দাদের উদ্ধারের কাজ চলছে৷ বাড়ছে কংসাবতী নদীর জল৷ আরামবাগে বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে৷ নিম্নচাপের গেরো কাটতে না কাটতেই ফের ঘূর্ণাবর্তের পূর্বাভাস দিয়েছে আলিপুরের হাওয়া অফিস৷ আজ থেকে ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি৷ তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তিও বাড়বে৷ অন্যদিকে উত্তরবঙ্গে কমবে বৃষ্টি৷ আজ মঙ্গলবার বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তবে কাল বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দুই ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷   আরও পড়ুন-Tokyo Olympics Game 2020: সেমিফাইনালে বেলজিয়ামের মুখোমুখি পুরুষদের হকি দলের সমর্থনে স্লোগান দিচ্ছেন CRPF জওয়ানরা (দেখুন ভিডিও)

আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ। এই মুহূর্তে উত্তরপ্রদেশের আকাশে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, সেখানেই অবস্থান করছে নিম্নচাপও। সেই অক্ষরেখা গয়া হয়ে পুরুলিয়া ও ক্যানিং-এর উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হতে চলেছে।

অন্যদিকে সোমবার রাতের বৃষ্টিতে উত্তর ও মধ্য কলকাতার বেশ কিছু জায়গায় জল জমেছে, জলমগ্ন আমহার্স্ট স্ট্রিট, কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া অঞ্চল৷ এমনিতেই গত সপ্তাহের নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জলযন্ত্রণার ছবিটা দীর্ঘতর হচ্ছে৷ ফের ঘূর্ণাবর্ত তাতে বোঝার উপরে শাকের আঁটির মতো চেপে বসেছে৷ সকাল থেকেই আকাশ ঘনিয়ে অন্ধকার৷ সঙ্গে ঝিরি ঝিরি বৃষ্টি বর্ষার দিনে আমেজ না এনে চিন্তা বাড়িয়ে দিয়েছে৷