WBJEE Results 2020: প্রকাশিত হল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল, কলকাতাকে টপকে প্রথম স্থানে দেওঘরের ছাত্র সৌরদীপ দাস

শুক্রবার দুপুর ১ টার সময় প্রকাশিত হয় রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। ২ ফেব্রুয়ারি পরীক্ষা হয়েছিল। তবে করোনা (Coronavirus) পরিস্থিতিতে রাজ্যে জয়েন্টের ফলপ্রকাশে ৬ মাস সময় লেগে যায়। মেধাতালিকায় কলকাতাকে টপকে প্রথম জেলার পড়ুয়া। প্রথম স্থান অর্জন করেন রায়গঞ্জের বাসিন্দা, সৌরদীপ দাস। দ্বিতীয় হন শুভম ঘোষ, ডিএভি মডেল স্কুলের ছাত্র। তৃতীয় হন ঢাকুরিয়ার বাসিন্দা শ্রীমন্তী দে। সে ডিপিএস রুবি পার্কের পড়ুয়া। চতুর্থ হয়েছেন উৎসব বসু, সাউথ পয়েন্ট হাই স্কুলের ছাত্র।

প্রতীকী ছবি(Photo Credit: Facebook)

কলকাতা, ৭ অগস্ট: শুক্রবার দুপুর ১ টার সময় প্রকাশিত হয় রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল (WBJEE Exam Results)। ২ ফেব্রুয়ারি পরীক্ষা হয়েছিল। তবে করোনা (Coronavirus) পরিস্থিতিতে রাজ্যে জয়েন্টের ফলপ্রকাশে ৬ মাস সময় লেগে যায়। মেধাতালিকায় কলকাতাকে টপকে প্রথম জেলার পড়ুয়া। প্রথম স্থান অর্জন করেন দেওঘরের ছাত্র সৌরদীপ দাস। দ্বিতীয় হন শুভম ঘোষ, ডিএভি মডেল স্কুলের ছাত্র। তৃতীয় হন ঢাকুরিয়ার বাসিন্দা শ্রীমন্তী দে। সে ডিপিএস রুবি পার্কের পড়ুয়া। চতুর্থ হয়েছেন উৎসব বসু, সাউথ পয়েন্ট হাই স্কুলের ছাত্র।

কাউন্সিলিং হবে অনলাইনে। কলেজ শুরু হলে শুধু অরিজিনাল রেজাল্ট ভেরিফাই করলেই হবে। রেজিস্ট্রেশন ফি দিতে হবে না রাজ্যে জয়েন্টে যারা উত্তীর্ণ হয়েছে। কলেজের লিস্ট ওয়েব সাইটে দিয়ে দেওয়া হয়েছে। কাদের কোন জোনে কাউন্সিলিং হবে সেটাও জানিয়ে দেওয়া গবে ওয়েব সাইটে। আগামী সপ্তাহ থেকে শুরু হবে কাউন্সিলিং। জয়েন্টের মেইন পরীক্ষা হলে আবার কাউন্সিলিং করা হবে বলে জানানো হয়েছে। আরও পড়ুন, করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত পানিহাটি পুরপ্রধান স্বপন ঘোষ

এখনও যারা ফলাফল দেখেন নি তাঁরা- পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে (wbjeeb.nic.in) যান। WBJEE Result 2020 লিঙ্কে ক্লিক করুন। নিজের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে Submit করুন। স্ক্রিনে আপনার রেজাল্ট (WBJEE Result 2020) দেখাবে। তা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রেখে দিন।