WB Weather Update: অসহ্য ঘর্মাক্ত গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ, ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা উত্তরবঙ্গে

গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের জেলাগুলিতে একটানা বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে এখনও বর্ষার দেখা নেই।তবে, মৌসুমী অক্ষরেখার প্রভাবে পরিস্থিতি অনুকূল হওয়ায় ৩-৪ দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা আসতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে।

Heat Wave Alert Photo Credit: File Image

অসহ্য ঘর্মাক্ত গরমে দক্ষিণবঙ্গের মানুষ নাজেহাল। আজ সকালে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিকের তুলনায় প্রায় চার ডিগ্রি বেশি। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের জেলাগুলিতে একটানা বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে এখনও বর্ষার দেখা নেই।তবে, মৌসুমী অক্ষরেখার প্রভাবে পরিস্থিতি অনুকূল হওয়ায় ৩-৪ দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা আসতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে।

দক্ষিণবঙ্গে দম বন্ধকর অবস্থার ঠিক উল্টোদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। কমলা সতর্কতা জারি রয়েছে,দার্জিলিং ও কালিম্পং-এ। এছাড়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদায় জারি রয়েছে হলুদ সতর্কতা। ২২ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। একটানা বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন নদীতে জল বাড়ছে। ইতিমধ্যেই তিস্তার জল বাড়তে থাকায় সতর্ক রয়েছে প্রশাসন।