WB Weather Forecast: বঙ্গোপসাগরে ফের ঘনীভূত নিম্নচাপ, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ। রাজ্যের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ থেকে ২২ অগাস্ট পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বর্ষণ হতে পারে। রবিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।