WB Speaker Biman Banerjee: পশ্চিমবঙ্গে মহিলাদের উপর অত্যাচার নিয়ে আলোচনার জন্য বিজেপির মুলতবি প্রস্তাব প্রত্যাখ্যান বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের
মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে প্রকাশ্যে হাঁটানোর ভিডিয়ো ভাইরাল হতেই দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে। সংসদের ভেতরে ও বাইরে এই নিয়ে বিক্ষোভ দেখিয়ে তৃণমূল-সহ বিরোধী জোট ইন্ডিয়া-র সমস্ত শরিকরা।
কলকাতা: মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে প্রকাশ্যে হাঁটানোর ভিডিয়ো ভাইরাল হতেই দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে। সংসদের ভেতরে ও বাইরে এই নিয়ে বিক্ষোভ দেখিয়ে তৃণমূল-সহ বিরোধী জোট ইন্ডিয়া-র সমস্ত শরিকরা। এর পাল্টা হিসেবে পশ্চিমবঙ্গে মালদা-সহ বিভিন্ন এলাকায় মহিলাদের উপর হওয়া অত্যাচারের বিষয় নিয়ে আলোচনার (discussion on atrocities against women) জন্য বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন মুলতুবি প্রস্তাব (adjournment motion) আনেন বিজেপি বিধায়করা (BJP's MLA)। কিন্তু, সেই প্রস্তাব প্রত্যাখান করে দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (West Bengal Assembly Speaker Biman Banerjee)।
এই মুলতুবি প্রস্তাব প্রত্যাখান করার সাফাই হিসেবে তিনি জানান, তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা সঠিক। কারণ বিধানসভার অধ্যক্ষের টেবিলকে (Speaker’s table) কখনই পোস্ট অফিস (post office) হিসেবে বিবেচনা করা যায় না।
মঙ্গলবার বিকেলে জানা যায়, মণিপুর ইস্যুতে তৃণমূল বিধায়কদের নিন্দা প্রস্তাবের পাল্টা হিসেবে বিজেপির মহিলা বিধায়করা একযোগে মুলতুবি প্রস্তাব আনতে চলেছে বিধানসভায়। রাজ্য বিধানসভা অধিবেশন চালুর আগে রণকৌশল ঠিক করতে মঙ্গলবার পরিষদীয় দলের বৈঠক সারে বিজেপি। সেইখানেই এই সিদ্ধান্ত হয় বলে সূত্রের খবর।
জানা যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গার নেতৃত্বে হওয়া বৈঠকে অন্য কৌশল নেন বিধায়করা। তবে নিজেদের দাবিদাওয়া নিয়ে বিধানসভায় দাবি জানানোর পাশাপাশি প্রতিবাদ চললেও অধিবেশন অচল করতে চায় না বিজেপি। বৈঠক সেরে বেরিয়ে এই কথাই জানিয়ে ছিলেন শুভেন্দু অধিকারী। আরও পড়ুন: West Bengal: মণিপুরের ঘটনা নিয়ে নিন্দা করলেও, মালদা নিয়ে চুপ কেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন বিজেপির