WB Panchayat Election 2023: গড়বেতায় বিজেপি কর্মীকে মারধর করে প্রস্রাব খাওয়ানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
বিজেপির পোলিং এজেন্টকে মারধর করে তাঁকে প্রস্রাব খাওয়ানো হয়েছে, এমনই অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে।
পঞ্চায়েত ভোটের (WB Panchayat Election 2023) আরও এক জঘন্য দৃশ্য। বিজেপির এক পোলিং এজেন্টকে মারধর করে তাঁকে প্রস্রাব খাওয়ানোর অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) গড়বেতায়। অভিযোগের তীর গিয়েছে তৃণমূলের দিকে। যদিও সেই অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছে শাসক দল।
আরও পড়ুনঃ ভোটে হিংসার বলি আরও এক, হাসপাতালে ভর্তি থাকাকালীন মৃত ভাঙড়ের তৃণমূল কর্মী
রাজ্যের দশম পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া (WB Panchayat Election 2023) ঘিরে যে অরাজকতার সাক্ষী থেকেছে গোটা বাংলা তা আগে কখন কেউ দেখেনি। মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন থেকে শুরু করে ভোটের দিন এবং নির্বাচনের ফলাফলের মুহূর্ত সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের বলি এখনও পর্যন্ত ৪০ এর কাছকাছি। যদিও রাজ্য সরকারের হিসাবে সেই সংখ্যাটি ২০-র মধ্যে ঘোরাফেরা করছে। শনিবার দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ে হাসপাতালে ভর্তি তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। ভোট পর্ব ঘিরে চলছে তুমুল রাজনৈতিক অশান্তি। মারধর, বোমাবাজি, কোথাও ব্যালট বক্স ভাসছে জলে, কোথাও ব্যালট পুড়ছে তো আবার কোথায় ব্যালটে পড়ছে ছপ্পা ভোট।
পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার চার দিনের মাথায় তৃণমূলরের বিরুদ্ধে উঠল সাংঘাতিক অভিযোগ। বিজেপির পোলিং এজেন্টকে মারধর করে তাঁকে প্রস্রাব খাওয়ানো হয়েছে, এমনই অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। সম্প্রতি মধ্যপ্রদেশে এক দলিত ব্যক্তির গায়ে বিজেপি কর্মীর প্রস্রাব কাণ্ড ঘিরে তোলপাড় হয়ে উঠেছিল গোটা দেশ। সেই ঘটনার কয়েক দিনের মধ্যেই আরও এক দলিতের গায়ে প্রস্রাব কাণ্ড ঘটে উত্তরপ্রদেশে। এবার সেই ঘটনার ছায়া এসে পড়ল পশ্চিম মেদিনীপুরের গড়বেতায়।
অভিযোগে জানানো হয়েছে, শনিবার গড়বেতার বিজেপির এক পোলিং এজেন্টকে বেধড়ক মারা হয়। মারের চোটে মাটিতে লুটিয়ে পড়ে সে। এই অবস্থায় জল খেতে চাইলে তাঁকে জলের বদলে প্রস্রাব খাওয়ানোর চেষ্টা করা হয়। আহত ওই বিজেপি কর্মী গড়বেতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে শাসক দল সমস্ত অভিযোগটাকেই মিথ্য বলে দাবি করেছে।