Suvendu Adhikari On Saradha Scam: সারদা দুর্নীতির তদন্ত দ্রুত করার আর্জি জানিয়ে সিবিআই প্রধানকে চিঠি শুভেন্দুর

২০১৩ সালের এপ্রিল মাসে আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছিল সারদা চিটফাণ্ডের কর্তা সুদীপ্ত সেন। তারপর একাধিক তৃণমূল নেতা গ্রেফতার হয়ে জেল খেটে বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন।

Photo Credits: FB

কলকাতা: ২০১৩ সালের এপ্রিল মাসে আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছিল সারদা চিটফাণ্ডের কর্তা সুদীপ্ত সেন। তারপর একাধিক তৃণমূল নেতা গ্রেফতার হয়ে জেল খেটে বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন। সুদীপ্ত সেনের গ্রেফতারির পর থেকে ১০ বছর কেটে গেলেও এখনও পর্যন্ত এই আর্থিক দুর্নীতির (Saradha scam) তদন্ত শেষ হয়নি।

বিজেপি (BJP) ও তৃণমূল কংগ্রেসের (TMC) মধ্যে সেটিং আছে বলেই এই মামলার তদন্ত ধীর গতিতে হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সিবিআইয়ের অধিকর্তাকে (CBI) সারদা দুর্নীতির তদন্ত (Saradha scam investigation) দ্রুত করার অনুরোধ জানিয়ে চিঠি লিখলেন (writes) পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (West Bengal LoP Suvendu Adhikari)। আরও পড়ুন: Mamata Banerjee Attack BJP: মণিপুরের ঘটনা নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ, ভিডিয়োতে দেখুন কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

২০১৩ সালের এপ্রিল মাসে বাংলা নববর্ষে ঠিক আগে সারদা দুর্নীতির কথা প্রকাশ্যে এসেছিল। এরপরই পালিয়ে যায় এই চিটফাণ্ডের মালিক সুদীপ্ত সেন। পরে তাকে গ্রেফতার করে নিয়ে আসে কলকাতা পুলিশ। কংগ্রেস নেতা আব্দুল মান্নানের আবেদনের ভিত্তিতে আদালতের দেওয়া নির্দেশের জেরে মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। তারপরই একে একে গ্রেফতার হন কুণাল ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রয়াত তাপস পাল ও মদন মিত্রের মতো তৃণমূল নেতারা।