WB Lok Sabha Election 2024: বঙ্গের ভোটে অশান্তি-হিংসা-ভোটারদের বাঁধা, কলকাতার দুই আসনে ভোটের হার কম

West Bengal Loksabha Election Photo Credit: File Photo

বাংলার বিধানসভা ভোটে কিংবা পঞ্চায়েত নির্বাচনে যে ধরনের অশান্তির অভিযোগ উঠে এসেছিল ,বঙ্গে তৃতীয় দফা অবধি সেই ধরনের ছবি একেবারেই ধরা পড়েনি। কিন্তু চতুর্থ দফা থেকেই ভোট-পর্বে হিংসার ছবি উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমের ক্যামেরায়। বাদ পড়ল না লোকসভা নির্বাচনের সপ্তম দফা নির্বাচন। বোমা-গুলি, বাঁশ দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া, ভোটারদের ভোট দিতে না দেওয়া সহ অভিযোগে জেরবার বঙ্গে দায়িত্ব প্রাপ্ত নির্বাচন কমিশন। তবুও ভোট চলছে পশ্চিমবঙ্গের শেষ ন’টি লোকসভা আসনে। যার মধ্যে রয়েছে বারাসত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর।

কমিশন সূত্রের খবর, সপ্তম দফায় দুপুর ৩টা পর্যন্ত বাংলার নয় আসনে ভোটদানের হার ৫৮.৪৬ শতাংশ। ভোটদানের হারে এখনও এগিয়ে বসিরহাটই (৬৬.৭৬ শতাংশ)।  এ ছাড়া মথুরাপুরে ৬৩.৬৬ শতাংশ, যাদবপুরে ৫৬.৪৯ শতাংশ, জয়নগরে ৬২.২৪ শতাংশ, বারাসত ৫৯.৬৯ শতাংশ, দমদমে ৫৩.০৬ শতাংশ ভোট গ্রহণের তথ্য সামনে এসেছে। নয়টি আসনের মধ্যে কলকাতার দুই কেন্দ্রে ভোটদানের হার কিছুটা কম। কলকাতা দক্ষিণ কেন্দ্রে ভোট পড়েছে ৫০.৬১ শতাংশ এবং কলকাতা উত্তর কেন্দ্রে ভোটদানের হার ৫১.২২ শতাংশ।

Seventh Phase Upto 3Pm