Holiday List: নতুন বছর আসার আগেই সামনে এল রাজ্য সরকারের কর্মীদের ছুটির তালিকা, পুজোয় থাকছে লম্বা ছুটি

নভেম্বর শেষ হতে বাকি আর মাত্র ৭ দিন। এরপরে আসবে ডিসেম্বর। কিন্তু তার আগেই চলে এল আগামী বছরের ছুটির তালিকা।

Nabanna (Photo Credits: Wikimedia)

নভেম্বর শেষ হতে বাকি আর মাত্র ৭ দিন। এরপরে আসবে ডিসেম্বর। কিন্তু তার আগেই চলে এল আগামী বছরের ছুটির তালিকা। এবারে রাজ্য সরকারের কর্মীদের (State Govt Employees) জন্য বাড়ানো হয়েছে ছুটির তালিকা। এমনিতেই তৃৃৃণমূল সরকারে আসার পর ছুটির তালিকা বেড়েছে রাজ্য সরকারের কর্মীদের জন্য। এবারে আবার দূর্গাপুজো, কালীপুজো, ছটপুজোর সময়েও বারতি ছুটি পেতে চলেছে সরকারি কর্মীরা। সবমিলিয়ে সেই সময়ে কমপক্ষে ২৫টি ছুটি পাবেন তাঁরা। এছাড়া দোলযাত্রা, ইদ-উল-ফিতর, বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনের জন্যও ছুটি থাকছে এই রাজ্যে।

যদিও এবারে সরকারি ছুটির তালিকায় ৮টি রবিবার থাকার কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ছুটি বাদ পড়েছে। যেমন আগামী বছরের প্রথমে ২ ফেব্রুয়ারি পড়েছে সরস্বতী পুজো। আর এই দিন রবিবার পড়ছে। ফলে এই ছুটিটি বাদ গেল। তবে তার বদলে সোমবার ছুটি দিচ্ছে রাজ্য সরকার। ফলে শনি, রবি এবং সোম তিনদিন ছুটি পাচ্ছেন রাজ্য সরকারের কর্মীরা। এছাড়া জানুয়ারিতে প্রকাশ পরব নিয়ে মোট ৩টি ছুটি থাকছে। ফেব্রুয়ারিতে থাকছে মোট চারদিন ছুটি। মার্চেও থাকবে চারটি ছুটি। এপ্রিলে ছুটির সংখ্যা থাকবে ছয়।

মে মাসে থাকছে ৩টি ছুটি। জুনে থাকবে চারটি। তবে জুলাইতে কোনও ছুটি থাকছে না। অগাস্টে ২টি, সেপ্টেম্বরে ৫টি, অক্টোবরে ৯টি, নভেম্বরে ২টি ও ডিসেম্বরে শুধুমাত্র একটি ছুটি থাকবে। উল্লেখযোগ্য বিষয় হল হচ্ছে এবারে সেপ্টেম্বর মাসে অর্থাৎ আগামী বছর পুজো শুরু হচ্ছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে। এই পুজোর মাসে চতুর্থী থেকে ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা। ষষ্ঠীতে পড়ছে রবিবার, ফলে এমনিতেই ছুটি থাকছে। সেই পুজোর ছুটি থাকছে একাদশী পর্যন্ত। দ্বাদশীতে আবার পড়ছে রবিবার।

এরপর সোমবার লক্ষ্মীপুজো। ফলে তার পরেরদিনও থাকছে ছুটি। বুধবার অফিস শুরু হওয়ার কয়েকদিন বিভিন্ন রাজ্য সরকারের দফতর খোলা থাকবে। তারপর আবার ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত কালীপুুজোর ছুটি। ২৩ অক্টোবর অর্থাৎ শুক্রবার ভাইফোঁটার জন্য এমনিতেই ছুটি থাকছে। এরপর শনি রবি সাপ্তাহিক ছুটি পেরোলেই  সোম ও মঙ্গলবার অর্থাৎ ২৭ ও ২৮ অক্টোবর ছটপুজোর জন্য ছুটি থাকছে।