IPL Auction 2025 Live

WB By Assembly Elections 2024: মানিকতলায় দিদির প্রার্থী সাধন পান্ডের স্ত্রী, রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী, রানাঘাটে মুকুট মণি, বাগদায় মধুপর্ণা ঠাকুর

আগামী ১০ জুলাই রাজ্যে যে চারটি বিধানসভা আসনে উপনির্বাচনে হবে, তাতে ২০২১ বিধানসভা ভোটে তিনটেতে জিতেছিল বিজেপি, সেখানে তৃণমূলের দখলে মাত্র ১টি আসন।

Mamata Banerjee, Abhishek Banerjee

কলকাতা, ১৪ জুন: আগামী মাসে হতে চলা রাজ্যের চারটি বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। আগামী ১০ জুলাই রাজ্যে যে চারটি বিধানসভা আসনে উপনির্বাচনে হবে, তাতে ২০২১ বিধানসভা ভোটে তিনটেতে জিতেছিল বিজেপি, সেখানে তৃণমূলের দখলে মাত্র ১টি আসন। কঠিন আসনে প্রার্থী ঘোষণায় সতর্কভাব নিল তৃণমূল। লোকসভায় টিকিট দিয়ে হারা দু'জন প্রাক্তন বিজেপি নেতাকেই এবার বিধানসভা উপনির্বাচনে দাঁড় করালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী, রানাঘাট মুকুট মণি অধিকারীকে প্রার্থী করলেও বাগদায় আর বিশ্বজিত বিশ্বাস-কে টিকিট দিলেন না দিদি। মানিকতলায় দলের অন্য কোনও গোষ্ঠীর কথা না শুনে সাধন পান্ডের স্ত্রী-কেই প্রার্থী করলেন মমতা। রানাঘাট দক্ষিণের কঠিন আসনে দিদি ভরসা রাখলেন রানাঘাট লোকসভার প্রার্থী মুকুট মণি অধিকারী-র উপরেই। সম্প্রতি রানাঘাট লোকসভায় বিজেপি-র জগন্নাথ সরকারের বিরুদ্ধে মুকুট মণি অধিকারী হারেন প্রায় ১ লক্ষ ৮৭ হাজার ভোটে।

গত বিধানসভায় রানাঘাট দক্ষিণে বিজেপির টিকিটে ১৭ হাজারে হারিয়েছিলেন মুকুট মণি অধিকারী। পরে মুকুট মণি যোগ দেন তৃণমূলে। এবার দিদি তাঁকে লোকসভা নির্বাচন ২-২৪-এ রানাঘাট কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়ার টিকিট দেন।

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে অপ্রত্যাশিত ভাল ফলের পর তৃণমূলের চোখ এবার নিজেদের জেতা একটা বিধানসভা আসন ধরে রেখে বিজেপি গড়ে হাত দেওয়া। ২০২১ বিধানসভায় মানিকতলা বিধানসভায় জয়ী রাজ্যের মন্ত্রী সাধন পান্ডের মৃত্যুতে খালি হওয়া আসনে তৃণমূল প্রার্থী হলেন প্রয়াত বিধায়কের স্ত্রী সুপ্তি পান্ডে। এই আসনে লড়তে ঝাঁপিয়েছিলেন শ্রেয়া পান্ডে। কিন্তু সাধন কন্যা শ্রেয়া নয়, মমতা বন্দ্যোপাধ্যায় মানিকতলায় প্রার্থী হিসেবে বেছে নিলেন সুপ্তি পান্ডে-কে।

রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হলেন কৃষ্ণ কল্যাণী। যিনি এবার লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে রায়গঞ্জ থেকে লড়ে হারেন। ২০২১ বিধানসভা নির্বাচনে কৃষ্ণ কল্যাণী বিজেপির হয়ে জিতে বিধায়ক হয়েছিলেন। পরে তিনি তৃণমূলে যোগ দতেন। এরপর কৃষ্ণ কল্যাণী তৃণমূলের টিকিটে রায়গঞ্জ লোকসভায় প্রার্থী হন। রায়গঞ্জ লোকসভায় বিজেপি-র কার্তিক পালের কাছে ৬৮ হাজার ভোটে হারেন কৃষ্ণ কল্য়াণী। তবে তাঁর হারের প্রধান কারণ হয়, কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজের ২ লক্ষ ৬২ হাজারের বেশী ভোট পাওয়া। বিজেপি বিরোধী ভোট কাটাকাটিতেই জিতে যান কার্তিক পাল। হারলেও কৃষ্ণ কল্যাণীর লড়াইয়ে দিদি খুশি হন। ফলে এবার কৃষ্ণ কল্যাণীকে বিধানসভায় চাইছেন দিদি। ২০২১ বিধানসভায় রায়গঞ্জে বিজেপি-র টিকিটে কৃষ্ণ কল্যাণী ২০ হাজার ভোটে হারান তৃণমূলের কানাইলাল আগরওয়াল-কে। রায়গঞ্জ ধরে রাখতে বিজেপি এবার কাকে প্রার্থী করে সেটাই দেখার।

অন্যদিকে, বাগদায় তৃণমূল প্রার্থী করল মতুয়া মহিলা প্রার্থী মধুপর্ণা ঠাকুর-কে। বাগদায় গত বিধানসভায় বিজেপির টিকিটে জেতেন বিশ্বজিত দাস। এরপর তিনি তৃণমূলে যোগ দেন, পরে বনগাঁ লোকসভায় বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বিশ্বজিতকে দাঁড় করান মমতা। ব্যবধান কমালেও শান্তনু-কে হারাতে পারেননি বিশ্বজিত।

আসন্ন উপনির্বাচনে মানিকতলা ধরে রেখে বাকি তিনটি-র মধ্যে একটিতে জিতলেও তৃণমূল খুশি হবে। কারণ লোকসভার হিসেবে এই চারটির মধ্যে তিনটেতেই এগিয়ে বিজেপি। পদ্মশিবিরের কাছে বড় চ্যালেঞ্জে লোকসভায় বড় ধাক্কা কাটিয়ে উঠে এই চারটে বিধানসভা আসনের মধ্যে তিনটিতে জিতে কিছুটা ঘুরে দাঁড়ানো।