Loksabha Elections Results 2019:তৃণমূল হিংসা না ছড়ালে বিজেপি ৩০টা আসন দখলে রাখত, দাবি বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলির

পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে তৃণমূল—বিজেপির। সকাল সাড়ে এগারোটা পর্যন্ত ট্রেন্ড যা বলছে তাতে দেখা যাচ্ছে ২৫টা আসনে এগিয়ে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)।

রূপা গাঙ্গুলি(Photo Credit ANI)

২৩মে, ২০১৯: পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে তৃণমূল—বিজেপির। সকাল সাড়ে এগারোটা পর্যন্ত ট্রেন্ড যা বলছে তাতে দেখা যাচ্ছে ২৫টা আসনে এগিয়ে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। অন্যদিকে বিজেপি (BJP)এগিয়ে রয়েছে ১৬টি আসনে। এই পরিসংখ্যান শেষে কততে গিয়ে ঠেকবে সেটা সময়ের অপেক্ষা। তবে ফলাফলের যেদিকে এগোচ্ছে তাতে যথেষ্ট খুশি রাজ্যের বিজেপি শিবির।

বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলি (Rupa Ganguly)দাবি করেছেন, তৃণমূলের সন্ত্রাসের কারণেই বিজেপি পিছিয়ে পড়েছে, নইলে ৩০টি আসন বিজেপি দখলে রাখত। ভোটের ফলাফলের পর পরিস্থিতি কী হবে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রূপা। তাঁর দাবি ভাটপাড়া সহ রাজ্যের বিভিন্ন এলাকায় যেভাবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গণ্ডগোল ছড়িয়েছেন তাতে আতঙ্কিত হয়ে পড়েছেন ভোটাররা। তার প্রভাব বড়েছে ভোটবাক্সেও। মানুষ ভয়ে ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেছেন তিনি। ভোটের ফলাফল প্রকাশের পরে আরও আশান্তি বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপি নেত্রী।