Waqf Amendment Bill 2025: ওয়াকফ সংশোধনী বিল ভোটে সংসদে অনুপস্থিত দেব, শতাব্দী সহ তৃণমূলের ৩ সাংসদ, জোর বিতর্ক

ওয়াকফ সংশোধনী বিল নিয়ে দেশের রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। গতকাল, বৃহস্পতিবার রাতে রাজ্য়সভায় ১২৮-৯৫ ভোটে পাশ হয়ে যায় ওয়াকফ সংশোধনী বিল।

Waqf Amendment Bill 2025: ওয়াকফ সংশোধনী বিল ভোটে সংসদে অনুপস্থিত দেব, শতাব্দী সহ তৃণমূলের ৩ সাংসদ, জোর বিতর্ক
Delhi Parliament session (Photo Credit: X@airnewsalerts)

Waqf Amendment Bill 2025:  ওয়াকফ সংশোধনী বিল নিয়ে দেশের রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। গতকাল, বৃহস্পতিবার রাতে রাজ্য়সভায় ১২৮-৯৫ ভোটে পাশ হয়ে যায় ওয়াকফ সংশোধনী বিল। তার আগে লোকসভায় ২৮৮-২৩২ ভোটে পাশ হয়েছিল বিলটি।  সংসদের উভ. কক্ষে পাশ হওয়ায় এই বিলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সই করে দিলেই তা নতুন আইনে পরিণত হবে। কেন্দ্রীয় সরকারের দাবি ওয়াকফ আইন সংশোধনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকারকে বাড়ানো যাবে। অন্যদিকে, দেশের বিরোধী দলগুলির দাবি, নতুন সংশোধনী আইনে ওয়াকাফ বোর্ডের ক্ষমতা খর্ব করা হচ্ছে। এই আইনের ফলে ওয়াকফ বোর্ড কার্যত কাগুজে বাঘ হয়ে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে।

বদলাচ্ছে ৭০ বছরের পুরনো আইন বদলাচ্ছে

মোদী সরকারের উদ্যোগে ৭০ বছরের এই পুরনো আইনটি বদলে যাচ্ছে। এমন গুরুত্বপূর্ণ এক বিল ভোটাভুটির সময় লোকসভায় তৃণমূলের তিন সাংসদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। ঘাটালের তারকা সাংসদ দেব, বীরভূমের তারকা সাংসদ দেব ও কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামণিককে হারানো কোচবিহারের সাংসদ জগদীশ বাসুনিয়ার সংসদে অনুপস্থিত থাকা নিয়ে প্রশ্ন উঠছে। আরও পড়ুন-Manoj Kumar Passes Away: প্রয়াত হলেন অভিনেতা ও পরিচালক মনোজ কুমার, শোকের ছায়া চলচ্চিত্র জগতে

অনুপস্থিত দেব, শতাব্দীরা

ওয়াকফ বিল নিয়ে বারবার সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে মোদী সরকারে বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা। সংসদে যৌথ সংসদীয় কমিটে বিভিন্ন বৈঠকে সবচেয়ে বেশী সক্রিয় ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায়। কিন্তু এরপরেও গুরুত্বপূর্ণ দিনে দেব, শতাব্দীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে।

কেন অনুপস্থিত দেবরা

ঘাটালের তিনবারের সাংসদ দেবের বিরুদ্ধে সংসদে উপস্থিতি ও সক্রিয়ভাবে বিতর্কে অংশগ্রহণ না করার অভিযোগ এর আগে বারবার তুলেছে বিরোধীরা। বীরভূমের দীর্ঘদিনের সাংসদ শতাব্দী রায় অবশ্য সংসদে নিয়মিত উপস্থিত থাকেন। কিন্তু এমন গুরুত্বপূর্ণ একটা বিল পাশ ও ভোটাভুটির সময় তৃণমূলের তারকা সাংসদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। সংবাদামধ্যমে প্রকাশ, দেব শ্যুটিংয়ের কাজে ঝাড়খণ্ডে ব্যস্ত ছিলেন। তবে সরসারি এই ব্যাপারে দেবের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কোবিহারের সাংসদ জগদীশ ব্যক্তিগত কারণে সংসদে উপস্থিত থাকতে পারেননি বলে খবর।

বিল পাশ নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সংসদে পাশ হওয়া ওয়াকফ সংশোধনী বিল নিয়ে নরেন্দ্র মোদী থাইল্যান্ড থেকে এক্স হ্যান্ডলে লিখছেন, ‘সংসদের উভয় কক্ষে ওয়াকফ (সংশোধনী) বিল এবং মুসলিম ওয়াকফ (বাতিল) বিল পাস হওয়া আমাদের আর্থ-সামাজিক ন্যায়বিচার, স্বচ্ছতা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির সম্মিলিত প্রচেষ্টায় এক যুগান্তকারী মুহূর্ত। এটি বিশেষ করে তাঁদের সাহায্য করবে যারা দীর্ঘদিন ধরে প্রান্তিকে রয়ে গেছেন, যার ফলে তাঁদের মতামত প্রকাশ এবং সুযোগ উভয়ই বঞ্চিত রয়েছে।’

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement